| পাত্তাই পেলো না বাংলাদেশ, অস্ট্রেলিয়ার কাছে বড় হার জ্যোতি-ফারজানাদের |
বাংলাদেশ নারী ক্রিকেট দলকে বিশাল ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভিশাখাপাটনামে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে ১৯৮ রান তোলে বাংলাদেশ। জবাবে অস্ট্রেলিয়া কোনো উইকেট না হারিয়ে মাত্র ২৫.১ ওভারেই লক্ষ্য ছুঁয়ে ফেলে।
টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে লাল-সবুজদের পক্ষে সোবহানা মোস্তারি অপরাজিত ৬৬ ও রুবাইয়া হায়দার ৪৪ রান করেন। শারমিন ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি যথাক্রমে ১৯ ও ১২ রান যোগ করেন। তবে দলের বাকিদের ব্যাট ব্যর্থ হয়। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৯ উইকেটে ১৯৮ রানে থামে বাংলাদেশের ইনিংস।
অজিদের হয়ে স্পিনার অ্যালানা কিং দুর্দান্ত বোলিং করেন—১০ ওভারে ৪ মেডেনসহ মাত্র ১৮ রান দিয়ে নেন ২ উইকেট। তার সঙ্গে সমান সাফল্য পান জর্জিয়া ওয়ারহ্যাম, গার্ডনার ও অ্যানাবেল সাদারল্যান্ডও।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য দেখান অজি ওপেনার অ্যালিসা হিলি ও ফিবি লিচফিল্ড। হিলি ৭৭ বলে ২০টি চারের সাহায্যে অপরাজিত ১১৩ রান করে ম্যাচের সেরা হন, আর লিচফিল্ড ৭২ বলে ৮৪ রানে অপরাজিত থাকেন।
এই জয়ে অস্ট্রেলিয়া টানা চতুর্থ ম্যাচে জয় তুলে নিয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে। অন্যদিকে টানা চার পরাজয়ে কার্যত টুর্নামেন্ট থেকে বিদায়ের পথে নিগার সুলতানার দল।
No comments:
Post a Comment