বড় রাজনৈ‌তিক দলগুলো জুলাইকে বিপ্লব বলতে চায় না - People’s Bangla

People’s Bangla

Voice of the People | জনতার কণ্ঠস্বর

সর্বশেষ

Home Top Ad

Post Top Ad

Thursday, October 23, 2025

বড় রাজনৈ‌তিক দলগুলো জুলাইকে বিপ্লব বলতে চায় না

বড় রাজনৈ‌তিক দলগুলো জুলাইকে বিপ্লব বলতে চায় না

📰 “জুলাইকে বিপ্লব বলতে ভয় পায় বড় রাজনৈতিক দলগুলো”—মাহমুদুর রহমান

দেশের বড় বড় রাজনৈতিক দলগুলো ‘জুলাইকে বিপ্লব বলতে চায় না’—এমন মন্তব্য করেছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান
তিনি বলেছেন, “স্টাব্লিশমেন্ট ভেঙে যাওয়ার ভয়ে তারা এটিকে বিপ্লব হিসেবে মানতে চায় না।”

বৃহস্পতিবার রাজধানীর তোপখানা রোডে ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স অডিটোরিয়ামে আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও নির্বাচনী ঐক্য: ক্ষমতা না জনতা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানটির আয়োজন করে ইউনাইটেড পিপলস (আপ) বাংলাদেশআমার বাংলাদেশ (এবি) পার্টি


📌 ‘স্টাব্লিশমেন্টের ভয়ে তারা বিপ্লব মানতে চায় না’
মাহমুদুর রহমান বলেন,

“বড় বড় রাজনৈতিক দলগুলো জুলাইকে বিপ্লব বলতে চায় না। কেন বলতে চায় না, সেটা আমি জানি না। বিপ্লবে কেন তাদের এত ভয়, সেটাও বুঝি না। সম্ভবত স্টাব্লিশমেন্ট থেকে সরে যাওয়ার ভয়েই তারা এটিকে বিপ্লব হিসেবে মানতে চায় না। কারণ বিপ্লবের চরিত্রই হলো স্টাব্লিশমেন্ট ভেঙে দেওয়া। আর স্টাব্লিশমেন্ট ভেঙে গেলে তাদের ক্ষমতা চলে যায়। তাই তারা এটাকে বিপ্লব মানতে চায় না।”


📌 ‘জুলাইয়ে সারা দেশে বিপ্লব ছড়িয়ে পড়েছিল’
তিনি আরও বলেন,

“জুলাইয়ে সারা দেশে যেভাবে এই বিপ্লব ছড়িয়ে পড়েছিল, ১৯৭১ সালের স্বাধীনতার সংগ্রাম ছাড়া আমরা এমন দৃশ্য আর কোথাও দেখিনি। গত ৫৪ বছরের ইতিহাসে এ রকম দেশব্যাপী গণঅভ্যুত্থান ঘটেনি।”


📌 ‘যদি এটা বিপ্লব না হয়, তাহলে বিপ্লব কাকে বলব?’
মাহমুদুর রহমান বলেন,

“এই বিপ্লবে দেশের কোথাও শহীদ হয়নি এমন জায়গা নেই। আবু সাঈদ রংপুরে শহীদ হয়েছেন, ওয়াসিম চট্টগ্রামে শহীদ হয়েছেন, কেবল কুমিল্লাতেই ৩৯ জন শহীদ হয়েছেন, মুগ্ধ উত্তরায় শহীদ হয়েছেন। আমরা যাত্রাবাড়ীর কথা বলতে পারি। এটা যদি বিপ্লব না হয়, তাহলে বিপ্লব আমরা কাকে বলব?”


📌 আলোচনায় আরও যারা বক্তব্য দেন
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং সঞ্চালনা করেন আপ বাংলাদেশের মুখপাত্র শাহরিন সুলতানা ইরা
এ সময় আরও বক্তব্য দেন—

  • বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম
  • আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ
  • সদস্যসচিব আরেফিন মুহাম্মদ হিজবুল্লাহ
  • প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত

এছাড়া উপস্থিত ছিলেন এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান অধ্যাপক মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ প্রমুখ।

No comments:

Post a Comment

Post Bottom Ad

© 2025 Peoples Bangla | All Rights Reserved.
×