| এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি |
এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ৫ শতাংশ বৃদ্ধি, কার্যকর হবে ২০২৫ সালের নভেম্বর থেকে
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) বাড়ি ভাড়া বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এই আদেশ ২০২৫ সালের ১ নভেম্বর থেকে কার্যকর হবে।
রোববার উপসচিব মিতু মরিয়ম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারের বিদ্যমান বাজেট সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন এই বাড়িভাড়া ভাতা নিম্নোক্ত শর্তাদি সাপেক্ষে প্রদান করা হবে:
১️⃣ বাড়িভাড়া ভাতা পরবর্তী জাতীয় বেতনস্কেল অনুসারে সমন্বয় করতে হবে।
২️⃣ ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা–২০২১’,
‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা–২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত)’ এবং
‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (ভোকেশনাল, ব্যবসায় ব্যবস্থাপনা, কৃষি ডিপ্লোমা ও মৎস্য ডিপ্লোমা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা–২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত)’ অনুসরণ করতে হবে।
৩️⃣ এই ভাতা বৃদ্ধির ক্ষেত্রে কোনো বকেয়া প্রাপ্য হবেন না।
৪️⃣ সব আর্থিক বিধি-বিধান যথাযথভাবে মেনে চলতে হবে।
৫️⃣ ভবিষ্যতে কোনো অনিয়ম দেখা দিলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায়ী থাকবেন।
প্রজ্ঞাপনে আরো উল্লেখ করা হয়, এই আদেশ আগামী ১ নভেম্বর ২০২৫ থেকে কার্যকর হবে।
এদিকে, বাড়িভাড়া ও ভাতা বৃদ্ধিসহ তিন দাবিতে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। তারা জানিয়েছেন, “এবার আর প্রতিশ্রুতি নয়, প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত অবস্থান চলবে।”
শিক্ষকদের তিনটি প্রধান দাবি হলো—
🔹 মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া,
🔹 ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা,
🔹 এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ করা।
No comments:
Post a Comment