এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি - People’s Bangla

People’s Bangla

Voice of the People | জনতার কণ্ঠস্বর

সর্বশেষ

Home Top Ad

Post Top Ad

Sunday, October 19, 2025

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ৫ শতাংশ বৃদ্ধি, কার্যকর হবে ২০২৫ সালের নভেম্বর থেকে

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) বাড়ি ভাড়া বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এই আদেশ ২০২৫ সালের ১ নভেম্বর থেকে কার্যকর হবে।

রোববার উপসচিব মিতু মরিয়ম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারের বিদ্যমান বাজেট সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন এই বাড়িভাড়া ভাতা নিম্নোক্ত শর্তাদি সাপেক্ষে প্রদান করা হবে:

১️⃣ বাড়িভাড়া ভাতা পরবর্তী জাতীয় বেতনস্কেল অনুসারে সমন্বয় করতে হবে।
২️⃣ ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা–২০২১’,
‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা–২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত)’ এবং
‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (ভোকেশনাল, ব্যবসায় ব্যবস্থাপনা, কৃষি ডিপ্লোমা ও মৎস্য ডিপ্লোমা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা–২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত)’ অনুসরণ করতে হবে।
৩️⃣ এই ভাতা বৃদ্ধির ক্ষেত্রে কোনো বকেয়া প্রাপ্য হবেন না।
৪️⃣ সব আর্থিক বিধি-বিধান যথাযথভাবে মেনে চলতে হবে।
৫️⃣ ভবিষ্যতে কোনো অনিয়ম দেখা দিলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায়ী থাকবেন।

প্রজ্ঞাপনে আরো উল্লেখ করা হয়, এই আদেশ আগামী ১ নভেম্বর ২০২৫ থেকে কার্যকর হবে।

এদিকে, বাড়িভাড়া ও ভাতা বৃদ্ধিসহ তিন দাবিতে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। তারা জানিয়েছেন, “এবার আর প্রতিশ্রুতি নয়, প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত অবস্থান চলবে।”

শিক্ষকদের তিনটি প্রধান দাবি হলো—
🔹 মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া,
🔹 ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা,
🔹 এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ করা।

No comments:

Post a Comment

Post Bottom Ad

© 2025 Peoples Bangla | All Rights Reserved.
×