| ইসরাইলের যুদ্ধবিরতি লঙ্ঘনে কাতারের নিন্দা |
ইসরাইলের যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলল কাতার
আন্তর্জাতিক ডেস্ক | পিপলস বাংলা নিউজ
গাজায় চলমান যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী দেশ কাতার ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) কাতারের আইন পরিষদ শুরা কাউন্সিলে বার্ষিক ভাষণকালে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি গাজায় ইসরাইলের যুদ্ধবিরতি চুক্তির অব্যাহত লঙ্ঘনের তীব্র নিন্দা জানান।
“গাজাকে বসবাসের অযোগ্য করে তুলেছে ইসরাইল”
টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে জানানো হয়, কাতারের আমির বলেন,
“ইসরাইল গাজা উপত্যকায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে এমন সব কর্মকাণ্ডই করছে, যা গাজাকে মানুষের জীবনধারণের অনুপযোগী অঞ্চলে পরিণত করেছে। আমরা ইসরাইলের এসব অবৈধ অনুশীলনের তীব্র নিন্দা পুনর্ব্যক্ত করছি।”
তিনি আরও বলেন,
“আন্তর্জাতিক সম্প্রদায় ফিলিস্তিনি জনগণের চলমান ট্র্যাজেডির প্রতি সম্মান প্রদর্শনে ব্যর্থ হয়েছে। গাজায় ইসরাইলের যুদ্ধ গণহত্যা ছাড়া আর কিছুই নয়। আন্তর্জাতিক সম্প্রদায়কে ফিলিস্তিনি জনগণের সুরক্ষা দিতে হবে এবং গণহত্যার দায়ীদের জবাবদিহিতার আওতায় আনতে হবে।”
“গাজা ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অংশ”
কাতারের আমির আরও বলেন,
“আমরা দৃঢ়ভাবে নিশ্চিত করছি, গাজা উপত্যকা ঐক্যবদ্ধ ফিলিস্তিনি রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ।”
এসময় তিনি গত মাসে কাতারের রাজধানী দোহায় হামলার বিষয়টি স্মরণ করেন।
আমির শেখ তামিম বলেন,
“একটি মধ্যস্থতাকারী রাষ্ট্র হিসেবে কাতারের ওপর হামলা চালিয়ে ইসরাইল সব আন্তর্জাতিক আইন ও নিয়ম ভঙ্গ করেছে।”
ইসরাইলের ওপর আন্তর্জাতিক চাপের আহ্বান
এর আগে, ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস যুদ্ধবিরতি মেনে চলতে ইসরাইলের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টির আহ্বান জানিয়েছিল।
চলমান যুদ্ধবিরতির পরও ইসরাইলি বিমান হামলায় প্রায় ১০০ ফিলিস্তিনি নিহত এবং দুই শতাধিক আহত হয়েছেন বলে জানা গেছে।
হামাস জানিয়েছে,
“বড় ধরনের বাধা, ইসরাইলি হামলা ও ধ্বংসস্তূপ সত্ত্বেও আমরা ইসরাইলি জিম্মিদের দেহাবশেষ ফেরাতে কাজ করছি।”
📍 স্থান: দোহা, কাতার
📅 তারিখ: মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
No comments:
Post a Comment