আমার ১২টা বিয়ে করার ইচ্ছা আছে: পরীমণি - People’s Bangla

People’s Bangla

Voice of the People | জনতার কণ্ঠস্বর

সর্বশেষ

Home Top Ad

Post Top Ad

Friday, October 17, 2025

আমার ১২টা বিয়ে করার ইচ্ছা আছে: পরীমণি

আমার ১২টা বিয়ে করার ইচ্ছা আছে: পরীমণি

🎬 প্রেম, বিয়ে ও গুঞ্জন নিয়ে পরীমণির খোলামেলা স্বীকারোক্তি

বিনোদন প্রতিবেদক | ঢাকা

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমণি প্রায়ই খবরের শিরোনামে আসেন। অভিনয় জীবনের পাশাপাশি তার ব্যক্তিগত জীবন নিয়েও চলে ব্যাপক আলোচনা। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজের প্রেম ও বিয়ে সংক্রান্ত নানা গুঞ্জন নিয়ে অকপটে কথা বলেছেন তিনি।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রুম্মান রশীদ খান। তিনি পরীমণির ব্যক্তিগত জীবন নিয়ে একাধিক প্রশ্ন করেন।

সঞ্চালকের করা ‘এই মুহূর্তে তুমি কি সিঙ্গেল?’ প্রশ্নের জবাবে পরীমণি বলেন,

“না।”

এরপর তিনি কারও সঙ্গে সম্পর্কে আছেন কি না জানতে চাইলে উত্তর দেন,

“জানি না।”

পরীমণি আরও বলেন,

“শোনেন, আমি যদি নিজেকে সিঙ্গেল বলি, কেউ বিশ্বাস করবে না। আমি নিজেই বিশ্বাস করি না। আমার সামহাউ সারাক্ষণ প্রেম-প্রেম ফিল হয়, আর এটা থাকা ভালো।”

তিনি কতবার বিয়ে করেছেন—এমন প্রশ্নের উত্তরে পরীমণি জানান,

“একবার।”

তখন সঞ্চালক শরীফুল রাজের কথা উল্লেখ করে বাকি বিয়ের গুঞ্জন সম্পর্কে জানতে চাইলে পরীমণি হেসে বলেন,

“জানি না। ওরা মনে হয় সৎস্বামী (হা হা)। যাদের সঙ্গে ডিভোর্সটা দেখা যায়নি।”

শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে তিনি আরও বলেন,

“রাজের সঙ্গে বিয়েটা ভুল ছিল না। আমার জীবনে কিছুই ভুল না—সবকিছুই একটা অভিজ্ঞতা।”

অভিনয় ক্যারিয়ার শুরু করার আগেই পরীমণি তার খালাতো ভাই ইসমাইলকে বিয়ে করেছিলেন। গত বছরের নভেম্বরে এক সড়ক দুর্ঘটনায় ইসমাইলের মৃত্যুর পর বিষয়টি নিয়ে নতুন করে গুঞ্জন ছড়ায়। সামাজিক মাধ্যমে তাদের একাধিক ছবিও ভাইরাল হয়।

ইসমাইল কি তার স্বামী ছিলেন—এই প্রশ্নের জবাবে পরীমণি বলেন,

“হ্যাঁ, আমার সৎস্বামী ছিল।”

সঞ্চালক জানতে চান, তিনি ভবিষ্যতে কতবার বিয়ে করতে চান। উত্তরে পরীমণি হাসতে হাসতে বলেন,

“আমার না আসলে ১২টা বিয়ে করার ইচ্ছা আছে। ছোটবেলা থেকে আমি মজা করে বলতাম—আমি এক ডজন বিয়ে করব। এটা যে রিউমার হিসেবে স্ট্যাবলিশ হবে, সেটা আমি বুঝি নাই। জানলে কোনো দিনই বলতাম না।”

No comments:

Post a Comment

Post Bottom Ad

© 2025 Peoples Bangla | All Rights Reserved.
×