“আমার ৫৮ বছরের অর্জন শেষ”, জোবায়েদের জানাজায় কান্নায় ভেঙে পড়লেন বাবা - People’s Bangla

People’s Bangla

Voice of the People | জনতার কণ্ঠস্বর

সর্বশেষ

Home Top Ad

Post Top Ad

Monday, October 20, 2025

“আমার ৫৮ বছরের অর্জন শেষ”, জোবায়েদের জানাজায় কান্নায় ভেঙে পড়লেন বাবা

“আমার ৫৮ বছরের অর্জন শেষ”, জোবায়েদের জানাজায় কান্নায় ভেঙে পড়লেন বাবা

“আমার প্রাণের জোবায়েদ আর নেই”—জবি ছাত্রদল নেতা জোবায়েদের জানাজায় বাবার কান্না

“আমার ৫৮ বছরের জীবনের সব অর্জন শেষ। আমার প্রাণের জোবায়েদ আর নেই।”
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল নেতা জোবায়েদ হোসেনের জানাজার আগে এভাবেই কান্নায় ভেঙে পড়েন তাঁর বাবা মোবারক হোসেন

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও সহকর্মীদের চোখে জল এনে দেন এই শোকাহত পিতা।


বাবার হৃদয়বিদারক বক্তব্য

মোবারক হোসেন বলেন,

“ছেলেকে পড়াশোনা করতে পাঠিয়েছিলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। আশা করেছিলাম, সে বড় হয়ে চাকরি করবে, আমি গর্ব করে বলব— ও আমার ছেলে। কিন্তু আজ আমি আমার ছেলেকে লাশ হিসেবে নিয়ে যাচ্ছি। এটা আমার জীবনের সবচেয়ে বড় বেদনা।”

তিনি আরও বলেন,

“আমি জোবায়েদের মাকে কীভাবে বুঝাবো, তার প্রাণের ছেলে আর এই দুনিয়ায় নেই। ঢাকায় ব্যবসার কাজে এলে সে আমার সঙ্গে থাকত, আমি তার কাঁধে ভর দিয়ে হাঁটতাম। এখন আমার কোনো চাওয়া-পাওয়া নেই, শুধু হত্যার সুষ্ঠু বিচার চাই। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন—আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন।”


জানাজায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বিভিন্ন সংগঠনের উপস্থিতি

দুপুর ২টার জানাজায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শারমিন, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াসউদ্দিন, প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ তাজাম্মুল হকসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

এছাড়া উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, সহ-সভাপতি কাজী জিয়াউদ্দিন বাসেত, জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল, সদস্য সচিব শামসুল আরেফিন, শিবির শাখা সভাপতি রিয়াজুল ইসলাম, ছাত্র অধিকারের সভাপতি এ কে এম রাকিব এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক ফয়সাল মুরাদসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা।


নিহত জোবায়েদ সম্পর্কে জানা গেছে

জোবায়েদ হোসাইন ছিলেন বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী
তিনি একইসঙ্গে কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতিজবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

গতকাল রোববার বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে পুরান ঢাকার আরমানিটোলার নুরবক্স লেনের রৌশান ভিলা নামের এক বাসায় টিউশনি করতে গিয়ে ছুরিকাঘাতে খুন হন জোবায়েদ
সন্ধ্যায় বাসার সিঁড়িতে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।


বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া

এই হত্যাকাণ্ডের পর থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
সহপাঠী ও সহকর্মীরা হত্যার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার দাবিতে নানা কর্মসূচি পালন করছে।


📅 সময়: সোমবার দুপুর
📍 স্থান: বিজ্ঞান অনুষদ প্রাঙ্গণ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়

No comments:

Post a Comment

Post Bottom Ad

© 2025 Peoples Bangla | All Rights Reserved.
×