এশিয়ার প্রথম ব্যাটার হিসেবে মাইলফলক স্প'র্শ করলেন বাবর আজম - People’s Bangla

People’s Bangla

Voice of the People | জনতার কণ্ঠস্বর

সর্বশেষ

Home Top Ad

Post Top Ad

Sunday, October 12, 2025

এশিয়ার প্রথম ব্যাটার হিসেবে মাইলফলক স্প'র্শ করলেন বাবর আজম

এশিয়ার প্রথম ব্যাটার হিসেবে মাইলফলক স্প'র্শ করলেন বাবর আজম 


এশিয়ার ইতিহাসে প্রথম! বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ হাজার রানের মাইলফলক ছুঁলেন বাবর আজম 🏏🇵🇰

পাকিস্তান ক্রিকেট দলের তারকা ব্যাটার বাবর আজম লিখলেন নতুন ইতিহাসের পাতা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এশিয়ার প্রথম ব্যাটার হিসেবে ৩,০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

লাহোর টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামেন বাবর, আর মাত্র ৭ বল খেলে পৌঁছে যান কাঙ্ক্ষিত মাইলফলকে। ম্যাচ শুরুর সময় তার দরকার ছিল মাত্র ২ রান—যা তুলেই ইতিহাস গড়েন এই পাকিস্তানি অধিনায়ক।

যদিও দিনটি বড় ইনিংসের ছিল না বাবরের জন্য। ৪৮ বলে ২৩ রান করে হ্যামারের বলে আউট হন তিনি। তবে তাতেই তার মোট রান দাঁড়ায় ৩০২১। এই কীর্তি গড়তে বাবরের লেগেছে মাত্র ৩৭টি টেস্ট ম্যাচ

এশিয়ার মধ্যে প্রথম হলেও, বিশ্বব্যাপী বাবরের আগে এই মাইলফলক স্পর্শ করেছেন ৭ জন ব্যাটার। তাদের মধ্যে একমাত্র ৬ হাজার রানের মালিক ইংল্যান্ডের জো রুট, যার রান এখন ৬০৮০

৪ হাজার রানের ক্লাবে আছেন দুই অস্ট্রেলিয়ান—স্টিভেন স্মিথ (৪২৭৮)মারনাস লাবুশানে (৪২২৫)। এরপর রয়েছেন বেন স্টোকস (৩৬১৬), ট্রাভিস হেড (৩৩০০), উসমান খাজা (৩২৮৮)জ্যাক ক্রলি (৩০৪১)

৩,০০০ রানের এই মাইলফলকে পৌঁছে বাবর আজম প্রমাণ করলেন—টেস্ট ক্রিকেটেও তিনি এশিয়ার সেরা ব্যাটারদের একজন, এবং পাকিস্তানের হয়ে তার পথচলা এখন আরও উজ্জ্বল হয়ে উঠছে।

📰 People’s Bangla Sports Desk 

No comments:

Post a Comment

Post Bottom Ad

© 2025 Peoples Bangla | All Rights Reserved.
×