জুবায়েদ হত্যার পরিকল্পনা একমাস আগে, নেপথ্যে ছাত্রী বর্ষা ও প্রেমিক মাহির - People’s Bangla

People’s Bangla

Voice of the People | জনতার কণ্ঠস্বর

সর্বশেষ

Home Top Ad

Post Top Ad

Wednesday, October 22, 2025

জুবায়েদ হত্যার পরিকল্পনা একমাস আগে, নেপথ্যে ছাত্রী বর্ষা ও প্রেমিক মাহির

জুবায়েদ হত্যার পরিকল্পনা একমাস আগে, নেপথ্যে ছাত্রী বর্ষা ও প্রেমিক মাহির

💔 জবি ছাত্রদল নেতা জুবায়েদ হত্যায় চাঞ্চল্যকর তথ্য: ২৫ সেপ্টেম্বরই হয়েছিল হত্যার পরিকল্পনা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ হোসাইন হত্যাকাণ্ডে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। পুলিশ জানিয়েছে, গত ২৫ সেপ্টেম্বর-এই পরিকল্পনা করা হয়েছিল এই হত্যার।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, আটক দুই আসামি মাহির রহমানছাত্রী বার্জিস শাবনাম বর্ষাকে মুখোমুখি জিজ্ঞাসাবাদে এসব তথ্য পাওয়া গেছে।

ওসি বলেন, “গত মাসের মাঝামাঝি সময়ে বর্ষা তার সাবেক প্রেমিক মাহির রহমানকে জানায় যে, জুবায়েদকে আর ভালো লাগে না। এরপর দুজন মিলে জুবায়েদকে দূরে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে। ২৫ সেপ্টেম্বর তারা হত্যার সিদ্ধান্ত নেয় এবং দুটি সুইচ গিয়ার ক্রয় করে। পরিকল্পনা অনুযায়ী দুই দিক থেকে আক্রমণের কথা ছিল।”

তিনি আরও জানান, পরিকল্পনা অনুসারে গত রবিবার বিকেলে, টিউশনি পড়াতে যাওয়ার আগে আরমানিটোলার নুরবক্স রোডের রৌশান ভিলায় বর্ষার বাসার সিঁড়িতে মাহির রহমান জুবায়েদকে ছুরিকাঘাতে হত্যা করে। তার সঙ্গে সহযোগী হিসেবে ছিল ফারদিন আহম্মেদ আয়লান। হত্যার আগে বর্ষা জুবায়েদের অবস্থান ও পরিস্থিতি সম্পর্কে মাহিরকে নিয়মিত তথ্য দিতেন।

উল্লেখ্য, গত রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জুবায়েদ হোসাইন টিউশন পড়াতে গিয়ে খুন হন। সিঁড়িতে সুইস গিয়ার দিয়ে গলার ডান পাশে আঘাত করা হয়, এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

ঘটনার রাতেই পুলিশ বার্জিস শাবনম বর্ষাকে আটক করে। পরদিন সোমবার মাহির রহমান ও সহযোগী ফারদিন আহম্মেদ আয়লানকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যার দায় স্বীকার করেছে, জানিয়েছে পুলিশ।

No comments:

Post a Comment

Post Bottom Ad

© 2025 Peoples Bangla | All Rights Reserved.
×