ছাত্রদল নেতার বিরুদ্ধে ইউনিয়ন পরিষদ থেকে চাল ও সেলাই মেশিন চুরির অভিযোগ - People’s Bangla

People’s Bangla

Voice of the People | জনতার কণ্ঠস্বর

সর্বশেষ

Home Top Ad

Post Top Ad

Monday, October 27, 2025

ছাত্রদল নেতার বিরুদ্ধে ইউনিয়ন পরিষদ থেকে চাল ও সেলাই মেশিন চুরির অভিযোগ

ছাত্রদল নেতার বিরুদ্ধে ইউনিয়ন পরিষদ থেকে চাল ও সেলাই মেশিন চুরির অভিযোগ

ভালুকা ইউপির গুদাম থেকে চাল ও সেলাই মেশিন চুরির অভিযোগ, ছাত্রদল নেতা অভিযুক্ত

ময়মনসিংহের ভালুকা উপজেলায় ইউনিয়ন পরিষদ ভবনের গুদাম থেকে চাল ও সেলাই মেশিন চুরির অভিযোগ উঠেছে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে। অভিযুক্ত হলেন মো. জাহিদ মন্ডল, ভালুকা ডিগ্রি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি।

ঘটনার বিবরণ

ভালুকা উপজেলার বিরুনীয়া ইউনিয়ন পরিষদে শনিবার (২৫ অক্টোবর) এই চুরির ঘটনা ঘটে। অভিযোগে বলা হয়েছে, মাহমুদপুর গ্রামের নাজমুল হক মন্ডলের ছেলে মো. জাহিদ মন্ডল (২২) ও দক্ষিণ চান্দরাটি গ্রামের রুলু মিয়ার ছেলে মেহেদী হাসান রাব্বি (২৫) এবং আরও ২-৩ অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি যৌথভাবে এই চুরি সংঘটিত করেছেন।

ভিরুনীয়া ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ কিরণ মিয়া বাদি হয়ে ভালুকা মডেল থানায় অভিযোগ দায়ের করেন।

চুরির সময় ঘটনা

জানা যায়, কিরণ মিয়া শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় মাহমুদপুর গ্রামে পাহারা দিতে গিয়ে দেখেন, মো. জাহিদ মন্ডল ও মেহেদী হাসান রাব্বি চালের বস্তা নিয়ে দাঁড়িয়ে আছেন। তাদের কাছে জানতে চাইলে তারা জানান, চালগুলো তাদের কেনা এবং রিকশাচালক ওই চাল গুদামে রেখে গেছে। কিছুক্ষণ পর তারা সেই চালের বস্তাগুলো নিয়ে চলে যান।

পরের দিন কিরণ বিষয়টি ইউপি সচিব মজিবুর রহমানকে জানান। ইউপি সচিব গিয়ে গুদাম ও স্টোররুমে দেখেন, বিডাব্লিউবি প্রকল্পের ৫০ কেজির ১৩ বস্তা এবং ৩০ কেজির ১ বস্তা চাল চুরি হয়ে গেছে। এছাড়া স্টোররুমে থাকা ৪টি সেলাই মেশিনও নিখোঁজ

মামলা ও উদ্ধার

বাদি কিরণ মিয়া শনিবার রাতেই ২ জনের নাম উল্লেখ করে ভালুকা মডেল থানায় মামলা দায়ের করেন। ইউপি সচিব মজিবুর রহমান জানান, অভিযুক্তরা তাদের অভিভাবকসহ ১৪ বস্তা চাল ফিরিয়ে দিয়েছে, ধারণা করা হচ্ছে তারা বিকল্প চাবি দিয়ে তালা খুলে গুদাম থেকে চাল চুরি করেছে। তবে সেলাই মেশিনগুলো এখনও উদ্ধার হয়নি

No comments:

Post a Comment

Post Bottom Ad

© 2025 Peoples Bangla | All Rights Reserved.
×