| যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের নামে ব্যবসায়ীর ৫ লাখ টাকা লুট |
ঈশ্বরদীতে যুবদলের চাঁদা না পেয়ে লোহা ব্যবসায়ী পিতা-পুত্রের ওপর হামলা, ৫ লাখ টাকা লুটের অভিযোগ
ঈশ্বরদী প্রতিনিধি | পিপলস বাংলা নিউজ
পাবনার ঈশ্বরদীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের নামে চাঁদা না পেয়ে লোহা ব্যবসায়ী পিতা-পুত্রের ওপর হামলা চালিয়ে দোকানের ক্যাশ থেকে প্রায় ৫ লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ব্যবসায়ীসহ দোকানের কর্মচারীদেরও মারধর করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে রোববার (২৬ অক্টোবর) রাতে ঈশ্বরদী পৌর এলাকার আলহাজ মোড়ে আকাশ আয়রন স্টোরে।
আহতরা হলেন— লোহা ব্যবসায়ী মো. স্বপন ওরফে মাথা (৫২) ও তার ছেলে মো. কাওসার আহমেদ আকাশ (২২) সহ দোকানের কয়েকজন কর্মচারী। তারা ঈশ্বরদী দরিনারিচা থানাপাড়ার বাসিন্দা। বর্তমানে চিকিৎসা শেষে তারা বাড়িতে বিশ্রামে আছেন।
ব্যবসায়ী স্বপন ওরফে মাথা জানান, “রাতে দোকানে কাজ করছিলাম। এ সময় ঈশ্বরদী পৌর ৯নং ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি তারেক হোসেন, যুবদল কর্মী শাহিন ও নাসিরসহ আরও ৫–৭ জন দোকানে এসে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা উত্তেজিত হয়ে দোকানে হামলা চালায়, মারধর করে এবং ক্যাশ থেকে নগদ ৫ লাখ ৩০ হাজার টাকা লুট করে নেয়।”
ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।
এ ঘটনায় ব্যবসায়ী স্বপন তিনজনের নাম উল্লেখ করে এবং আরও ৫–৭ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে ঈশ্বরদী থানায় মামলা দায়ের করেছেন।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছেছে। প্রাথমিকভাবে তথ্য সংগ্রহ করা হয়েছে এবং মামলা রুজু করা হয়েছে। হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে। খুব দ্রুতই আসামিদের আইনের আওতায় আনা হবে।”
স্থানীয় ব্যবসায়ী সমাজের দাবি, এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের কঠোর ব্যবস্থা প্রয়োজন।
তবে অভিযুক্ত যুবদল কর্মী শাহিন হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, “আমরা দোকানে গিয়েছিলাম, কিন্তু টাকা লুটের সঙ্গে আমাদের কেউ জড়িত নয়। যুবদল নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে।”
No comments:
Post a Comment