বোরকাকে বস্তার সাথে তুলনা ঢাবি শিক্ষার্থীর, ছাত্রীসংস্থার নিন্দা ও ব্যবস্থা গ্রহণের দাবি - People’s Bangla

People’s Bangla

Voice of the People | জনতার কণ্ঠস্বর

সর্বশেষ

Home Top Ad

Post Top Ad

Wednesday, October 22, 2025

বোরকাকে বস্তার সাথে তুলনা ঢাবি শিক্ষার্থীর, ছাত্রীসংস্থার নিন্দা ও ব্যবস্থা গ্রহণের দাবি

বোরকাকে বস্তার সাথে তুলনা ঢাবি শিক্ষার্থীর, ছাত্রীসংস্থার নিন্দা ও ব্যবস্থা গ্রহণের দাবি

📰 ঢাবিতে ‘বোরকা নিয়ে কটূক্তি’ — ইসলামি ছাত্রী সংস্থার তীব্র নিন্দা ও শাস্তির দাবি

‘বোরকাকে বস্তার সাথে তুলনা’ করে পর্দাশীল নারীদের অবমাননা ও ‘মুখ দেখানোর হেডম নাই’ বলে কটূক্তি করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামি ছাত্রী সংস্থা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা

বুধবার (২২ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভানেত্রী সাবিকুন্নাহার তামান্না স্বাক্ষরিত এক বিবৃতিতে সংস্থাটি এই নিন্দা জানায়।

বিবৃতিতে বলা হয়,

“বোরকা মুসলিম নারীর সম্মান, স্বাধীনতা ও আত্মমর্যাদার প্রতীক। যে সমাজে শিক্ষিত তরুণও এমন নোংরা ভাষায় নারীকে হেয় করে, সেখানে নারীর নিরাপত্তা ও মর্যাদা নিয়ে উদ্বেগ আরও বেড়ে যায়। নারীর মর্যাদা, পর্দা ও ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে কোনো অপমান আমরা সহ্য করব না। পর্দাশীলতা লজ্জা নয়, এটি গৌরব।”

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়,

“এই ধরনের মন্তব্য কেবল নারীর সম্মান ও স্বাধীনতার প্রতি অবজ্ঞা নয়, বরং মুসলিম নারীর ধর্মীয় পরিচয় ও বিশ্বাসের উপরও সরাসরি আঘাত। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত এই শিক্ষার্থীর বিরুদ্ধে অবিলম্বে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা।”

এদিকে অভিযুক্ত শিক্ষার্থী রিয়াদ হাসান শেখের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে এক গণমাধ্যমে তিনি প্রথমে মন্তব্যের বিষয়টি অস্বীকার করেন। পরে মন্তব্যের স্ক্রিনশট দেখানো হলে তিনি দাবি করেন, “তার মন্তব্যের উদ্দেশ্য ভিন্ন ছিল।”

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২২-২৩ সেশনের ইতিহাস বিভাগের শিক্ষার্থী রিয়াদ হাসান শেখ বিভাগের এক সিনিয়রের ফেসবুক পোস্টে মন্তব্য করেন—

“নিজে তো সারাদিন বস্তা বন্দি হইয়া থাকে, খোমা দেখানোর হেডম নাই। তাও অন্যেরটা দেখে জেলাস হয় আরকি।”

এই মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বিভাগের শিক্ষার্থীরা রিয়াদের মন্তব্যের কঠোর নিন্দা জানিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

No comments:

Post a Comment

Post Bottom Ad

© 2025 Peoples Bangla | All Rights Reserved.
×