ডেঙ্গুতে আরও ৪ জনের মৃ'ত্যু, হাসপাতালে ৯৪২ - People’s Bangla

People’s Bangla

Voice of the People | জনতার কণ্ঠস্বর

সর্বশেষ

Home Top Ad

Post Top Ad

Monday, October 20, 2025

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃ'ত্যু, হাসপাতালে ৯৪২

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃ'ত্যু, হাসপাতালে ৯৪২
 

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪৯ জনে।

সোমবার (২০ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৪২ জন ডেঙ্গু রোগী সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানী ঢাকায় ভর্তি হয়েছেন ৩১০ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে ভর্তি হয়েছেন ৬৩২ জন।

বিভাগভিত্তিক হিসাবে দেখা যায়—ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ২০৩ জন, বরিশালে ১৩৯ জন, চট্টগ্রামে ১১৪ জন, খুলনায় ৫৫ জন, রাজশাহীতে ৬৩ জন, ময়মনসিংহে ৩৩ জন, রংপুরে ২৩ জন এবং সিলেটে ২ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৬০ হাজার ৭৯১ জন রোগী। স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, আক্রান্ত ও মৃত্যুর এই হার নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসন, সিটি করপোরেশন ও জনসাধারণকে সম্মিলিতভাবে সচেতনতার ভূমিকা নিতে হবে।

No comments:

Post a Comment

Post Bottom Ad

© 2025 Peoples Bangla | All Rights Reserved.
×