পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার - People’s Bangla

People’s Bangla

Voice of the People | জনতার কণ্ঠস্বর

সর্বশেষ

Home Top Ad

Post Top Ad

Sunday, October 19, 2025

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

পুরান ঢাকায় জবি ছাত্রদল নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার

রাজধানীর পুরান ঢাকার একটি ভবন থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যার দিকে পুরান ঢাকার আরমানিটোলা-মাহুতটলির একটি ভবনের সিঁড়িতে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে বংশাল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নিহতের নাম জুবায়েদ হোসেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৫তম ব্যাচের শিক্ষার্থী এবং জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। পাশাপাশি, জবিস্থ কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতির দায়িত্বও পালন করছিলেন তিনি।

বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, “ছুরিকাঘাতে ওই শিক্ষার্থী মারা গেছেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সেখানে তার টিউশনের বাসা ছিল। মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত নয়, আমরা তদন্ত করছি।”

ঘটনাস্থলে পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

No comments:

Post a Comment

Post Bottom Ad

© 2025 Peoples Bangla | All Rights Reserved.
×