| নভেম্বরে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল |
২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতিতে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আগামী নভেম্বরে আফ্রিকার দুই শক্তিশালী দল সেনেগাল ও তিউনিশিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে তারা।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) নিজেদের ওয়েবসাইটে এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)।
ঘোষিত সূচি অনুযায়ী, ১৫ নভেম্বর লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে সেনেগালের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এরপর ১৮ নভেম্বর ফ্রান্সের লিলেতে তিউনিশিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে সেলসাওরা।
সম্প্রতি ফিফা উইন্ডোতে এশিয়ার দুই দেশ দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলেছিল ব্রাজিল। কোরিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিলেও জাপানের কাছে হারের তিক্ত স্বাদ পেয়েছিল দলটি।
আফ্রিকার প্রতিপক্ষদের বিপক্ষে এবার নিজেদের শক্তি যাচাই করতে চায় ব্রাজিল। দুই বছর আগে শেষবার মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও সেনেগাল, যেখানে সেনেগাল ৪-২ গোলে চমক দেখিয়েছিল হলুদ জার্সিধারীদের।
তিউনিশিয়ার বিপক্ষে এর আগে দুটি ম্যাচেই সহজ জয় পেয়েছিল ব্রাজিল। তবে এবারের লড়াইয়ে আরও শক্তিশালী দল নিয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দেশটি। ইতোমধ্যে আফ্রিকা অঞ্চলের দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপের বাছাইপর্ব নিশ্চিত করেছে তারা।
No comments:
Post a Comment