| সাকিবকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন ক্রীড়া উপদেষ্টা |
সাকিবের জন্মদিন শুভেচ্ছা পোস্ট ঘিরে বিতর্ক, পাল্টা মন্তব্য আসিফ মাহমুদের
জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানান। তবে এ পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল বিতর্কের সৃষ্টি হয়।
পাল্টা পোস্ট আসিফের
বিষয়টি নিয়ে রোববার (২৮ সেপ্টেম্বর) পাল্টা একটি পোস্ট করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি সাকিবের দেশে ফেরা এবং খেলায় অংশগ্রহণ প্রসঙ্গে মন্তব্য করেন।
এরপর দুজনের পাল্টাপাল্টি পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও সমালোচনার ঝড় শুরু হয়।
আবারো সমালোচনা
সোমবার আবারো এক পোস্টে সাকিবকে ইঙ্গিত করে আসিফ লেখেন:
“ভাইয়া, আমাকে জোর করে নমিনেশন দেওয়া হয়েছিল। আমি শুধু নির্বাচনটাই করেছিলাম, আওয়ামিলীগের দলীয় রাজনীতিতে জড়িত হইনি।
You know who.
যার হাত ছাত্র-জনতার রক্তে রঞ্জিত তাকে বাংলাদেশের পতাকা বহন করতে দেওয়ার প্রশ্নই উঠেনা। বোর্ডের কর্তারা একাধিকবার রাজনৈতিক অবস্থান পরিষ্কার করতে বললেও তা না করে বরং খুনিদের এনডোর্স করা ছাড়াও শেয়ার মার্কেট কেলেঙ্কারি, মানি লন্ডারিং, ফাইনানশিয়াল ফ্রড করা কাউকে কেন শুধু ভালো ক্রিকেটার বলেই পুনর্বাসন করতে হবে? আইন সবার জন্য সমান, Face it.”
সামাজিক প্রতিক্রিয়া
এ নিয়ে অনলাইন প্ল্যাটফর্মে ব্যাপক সমালোচনা চলছে। কেউ সাকিবের প্রতি সমর্থন জানিয়েছেন, আবার কেউ আসিফের বক্তব্যকে স্বাগত জানিয়েছেন। ফলে বিষয়টি নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।
No comments:
Post a Comment