বাংলাদেশি মাদ্রাসায় হাফেজ ইতালির নাগরিক দুই ভাই, স্বপ্ন মিসরে পড়াশোনা |
ইতালির নাগরিক দুই ভাই একই সঙ্গে হাফেজ, স্বপ্ন মিসরে উচ্চশিক্ষা
মাদারীপুর প্রতিনিধি
বাংলাদেশের একটি মাদরাসায় কুরআনের হাফেজ হয়েছেন ইতালির নাগরিক দুই ভাই। কুরআনের ৩০ পাড়া একসঙ্গে মুখস্থ সম্পন্ন করে পেয়েছেন হাফেজ মর্যাদার পাগড়ি ও টুপি। তাদের স্বপ্ন এখন মিসরে গিয়ে উচ্চতর ইসলামি শিক্ষা গ্রহণ করা।
মাদারীপুরের রাজৈর উপজেলার আলমদস্তা এলাকার জামিয়া আরাবিয়া দারুল উলূম মাদরাসা থেকে বুধবার জোহরের নামাজের পর হাফেজ হিসেবে স্বীকৃতি পান আব্দুর রহমান হাওলাদার (১৫) ও আব্দুর রহিম হাওলাদার (১৩)। মাদরাসার প্রধান শিক্ষক মুফতি রেজাউল ইসলাম আনুষ্ঠানিকভাবে তাদের মাথায় পাগড়ি পরিয়ে দেন। এসময় ফুলের মালা দিয়ে অভিনন্দন জানান স্থানীয় আলেমরা।
দুই ভাইয়ের বাবা মামুন হাওলাদার দীর্ঘ ২৩ বছর ধরে ইতালিতে প্রবাসী। স্ত্রী-সন্তানসহ সেখানে বসবাস করলেও ছেলেদের ইসলামি শিক্ষায় বড় করার স্বপ্নে দেশে এনে ভর্তি করান এই ঐতিহ্যবাহী মাদরাসায়। জন্মসূত্রে ইতালির নাগরিক হলেও দুই ছেলের জন্য তার ইচ্ছা—তাদের বড় আলেম হিসেবে গড়ে তোলা।
মামুন হাওলাদার বলেন, “আমার স্বপ্ন পূরণের পথে প্রথম ধাপ সম্পন্ন হয়েছে। আল্লাহর রহমতে আমার দুই ছেলে হাফেজ হয়েছে। এখন আবার তাদের ইতালি নিয়ে যাবো এবং সেখান থেকে মিসরে পাঠিয়ে মাওলানা পড়াবো। আশা করি তারা বড় আলেম হয়ে মুসলিম উম্মাহর সেবা করবে।”
স্থানীয়ভাবে এই সাফল্যকে অনেকে ব্যতিক্রমী দৃষ্টান্ত হিসেবে দেখছেন। প্রবাসী হয়েও মাতৃভূমির মাদরাসায় সন্তানদের হাফেজ বানানো পরিবারটির প্রশংসা কুড়িয়েছে সর্বত্র।
No comments:
Post a Comment