বিসিএস পরীক্ষার্থীদের জন্য ছাত্রশিবিরের ফ্রি বাস সার্ভিস - People’s Bangla

People’s Bangla

Voice of the People | জনতার কণ্ঠস্বর

সর্বশেষ

Home Top Ad

Post Top Ad

Thursday, September 18, 2025

বিসিএস পরীক্ষার্থীদের জন্য ছাত্রশিবিরের ফ্রি বাস সার্ভিস

বিসিএস পরীক্ষার্থীদের জন্য ছাত্রশিবিরের ফ্রি বাস সার্ভিস

বিসিএস পরীক্ষার্থীদের জন্য বাকৃবি শিক্ষার্থীদের বিশেষ বাস সার্ভিস চালু

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫

আসন্ন ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে যাওয়া বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীদের জন্য বিশেষ বাস সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে। আগামীকাল শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ময়মনসিংহ অঞ্চলের বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিতব্য পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থীরা এই ফ্রি সার্ভিস ব্যবহার করতে পারবেন।

বাকৃবি শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক ইউনুস বিন হোসাইন খান জানান, শিক্ষার্থীদের সুবিধার্থে সীমিত সংখ্যক হলেও বিনা মূল্যে বাস সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে। এতে পরীক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারবেন বলে আশা করা হচ্ছে।

সংগঠন সূত্রে জানা যায়, পরীক্ষার দিন ক্যাম্পাস থেকে মোট চারটি বাস তিনটি রুটে যাবে।

  • একটি ক্যাম্পাস থেকে বাইপাস হয়ে ক্যান্টনমেন্ট,
  • একটি ক্যাম্পাস থেকে চরপাড়া,
  • আরেকটি ক্যাম্পাস থেকে টাউনহল যাবে।

প্রতিটি বাস সকাল ৮টা ৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের হেলিপ্যাড থেকে ছাড়বে। নারী পরীক্ষার্থীদের নিরাপত্তার জন্য প্রতিটি বাসের প্রথম চার সারি আসন সংরক্ষিত থাকবে।

এ বিষয়ে বাকৃবি শাখা ছাত্রশিবিরের সভাপতি আবু নাছির ত্বোহা বলেন, “শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ সম্পদ। তাদের যেন কোনো ভোগান্তি ছাড়াই পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো যায়, সেই চিন্তা থেকেই আমাদের এই উদ্যোগ। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণ ও অধিকার রক্ষায় আমরা কাজ করে যাব।”

No comments:

Post a Comment

Post Bottom Ad

© 2025 Peoples Bangla | All Rights Reserved.
×