| দুই নারী প্রার্থীকে নিয়ে স্লাট শেমিং, ইসিতে শিবিরের অভিযোগ |
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট প্যানেলের দুই নারী প্রার্থী সাইবার বুলিং ও স্লাট শেমিংয়ের শিকার হয়েছেন। এ ঘটনায় বিচার চেয়ে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দিয়েছেন তারা।
রোববার দুপুর দেড়টার দিকে চাকসু নির্বাচন কমিশনের কার্যালয়ে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিনের কাছে অভিযোগপত্র জমা দেন সহ-দপ্তর সম্পাদক প্রার্থী জান্নাতুল আদন নুসরাত এবং নির্বাহী সদস্য প্রার্থী জান্নাতুল ফেরদাউস সানজিদা। এ সময় শাখা শিবিরের সাধারণ সম্পাদক মোহাম্মদ পারভেজ ও অর্থ সম্পাদক মুজাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
অভিযোগপত্রে বলা হয়, বিভিন্ন ভুয়া ফেসবুক আইডি ও পেজ থেকে দুই নারী প্রার্থীকে উদ্দেশ্য করে অশ্লীল ও মানহানিকর মন্তব্য করা হচ্ছে। সংযুক্ত কপিতে দেখা যায়, ‘ভিডিও সার্ভিস দিতাছে শুনলাম’, ‘শিবিরের প্রিয় দাসী’, ‘জাহান্নামী খুর, শিবিরের যৌনসাথী’— এমন অবমাননাকর মন্তব্য করা হয়েছে ভুয়া আইডি থেকে।
প্রার্থীরা অভিযোগে উল্লেখ করেছেন, আসন্ন চাকসু নির্বাচনকে ঘিরে নারী শিক্ষার্থীদের লক্ষ্য করে সাইবার বুলিং, স্লাট শেমিং, ভুয়া ফ্রেমিং ও অপপ্রচার চালানো হচ্ছে। এতে তাদের ব্যক্তিগত নিরাপত্তা ও মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে এবং বিশ্ববিদ্যালয়ের পরিবেশ কলুষিত হচ্ছে।
সহ-দপ্তর সম্পাদক প্রার্থী জান্নাতুল আদন নুসরাত বলেন, “আমাদের বিভিন্নভাবে সাইবার বুলিং করা হচ্ছে। এসবের প্রমাণসহ আমরা অভিযোগ দিয়েছি। আশা করি এর প্রতিকার পাব।”
চবি ছাত্রশিবিরের সেক্রেটারি মোহাম্মদ পারভেজ বলেন, “আমাদের নারী প্রার্থীদের আইডি ও পেজে অকথ্য ভাষায় কমেন্ট করা হচ্ছে। এসব বট আইডি থেকে আসা মন্তব্য মুখে বলার মতোও নয়। আমরা এর বিচার চাই এবং নির্বাচন কমিশন আমাদের আশ্বস্ত করেছে।”
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, “দুই নারী প্রার্থী লিখিত অভিযোগ জমা দিয়েছেন। আমরা নির্বাচনী আচরণবিধি অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”
No comments:
Post a Comment