ছাত্রীকে ওড়না ছাড়া দেখতে চান অধ্যক্ষ, স্ক্রিনশট ঝুলছে কলেজের গেটে |
নওগাঁ সরকারি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে কলেজছাত্রীদের প্রতি আপত্তিকর মেসেজ ও চাপ প্রয়োগের অভিযোগ
নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সামসুল হক এর বিরুদ্ধে কলেজছাত্রীদের কাছে আপত্তিকর মেসেজ পাঠানো এবং অবৈধ সম্পর্কে জড়াতে চাপ প্রয়োগের অভিযোগ উঠেছে। অভিযোগগুলো সমর্থনকারী স্ক্রিনশট সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
রবিবার সকাল থেকে কলেজ গেটে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিভিন্ন স্ক্রিনশট ঝুলিয়ে দেন। এসব স্ক্রিনশটে দেখা যায়, অধ্যক্ষ ছাত্রীদের ওড়না ছাড়াসহ বিভিন্ন সাজে ছবি পাঠানোর জন্য অনুরোধ করেছেন এবং ব্যক্তিগত প্রশংসা ও মন্তব্য করেছেন।
ভুক্তভোগীদের অভিজ্ঞতা
নাম প্রকাশ না করার শর্তে একটি শিক্ষার্থী জানান, দুই বছর আগে বিএমসি মহিলা কলেজে অধ্যক্ষের দায়িত্বে থাকাকালীন তিনি তার সঙ্গে ফেসবুকে যোগাযোগ শুরু করেন। এরপর ছবিতে অশ্লীল মন্তব্য করা এবং ওড়না ছাড়া ছবি চাওয়ার ঘটনা ঘটে। ভয়ের কারণে এতদিন নীরব ছিলেন।
অন্য একজন শিক্ষার্থী জানান, কলেজে নাচ বা সাংস্কৃতিক ইভেন্টে অংশ নেওয়ার পর অধ্যক্ষ প্রিন্সিপালের ফেসবুক ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান এবং নিয়মিত মেসেজ করতেন। কলেজে দেখা হলে তার ওপর অশ্লীল মন্তব্য ও দৃষ্টি রাখতেন।
একাদশ শ্রেণির আরেক শিক্ষার্থী জানান, অধ্যক্ষ ব্যক্তিগতভাবে দেখা করার অনুরোধ করতেন এবং অব্যাহতি না দিলে টিসি দিয়ে বের করার হুমকিও দিতেন।
অভিভাবকদের প্রতিক্রিয়া
এক শিক্ষার্থীর অভিভাবক লিপি বেগম বলেন,
“একজন শিক্ষকের মানসিকতা কতটা নোংরা হলে সে এই ধরনের অশ্লীল প্রস্তাব দিতে পারে! অধ্যক্ষের এসব স্ক্রিনশট ভাইরাল হওয়ার পর মেয়েকে কলেজে পাঠানো নিয়ে দুশ্চিন্তায় পড়েছি। অবিলম্বে অধ্যক্ষকে বহিষ্কার করতে হবে।”
অধ্যক্ষের প্রতিক্রিয়া
নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সামসুল হকের ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। সাংবাদিক পরিচয়ে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানোর পরও কোনো উত্তর মেলেনি।
No comments:
Post a Comment