পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক - People’s Bangla

People’s Bangla

Voice of the People | জনতার কণ্ঠস্বর

সর্বশেষ

Home Top Ad

Post Top Ad

Wednesday, September 10, 2025

পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

📰 পাকিস্তানের হাইকমিশনারের সঙ্গে বৈঠকে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম

পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার ঢাকার পাকিস্তান হাইকমিশনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

পাকিস্তান হাইকমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, নাহিদ ইসলামকে স্বাগত জানান হাইকমিশনার ইমরান হায়দার। বৈঠকে নাহিদ ইসলামের সঙ্গে উপস্থিত ছিলেন এনসিপির আন্তর্জাতিক সেলের সহসম্পাদক আলাউদ্দিন মোহাম্মদ এবং সদস্য এস. এম. সুজা উদ্দিন

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠককালে উভয়পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।

এ প্রসঙ্গে এনসিপির একজন নেতা আমার দেশকে জানান—

“আমরা পাকিস্তানি হাইকমিশনারের সঙ্গে পরবর্তী নির্বাচন ও সংস্কারসহ বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে মতবিনিময় করেছি। তিনি জানতে চান, কেন আমরা সংস্কার ছাড়া নির্বাচনে অংশ নেব না। আমরা স্পষ্ট করেছি—সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন না হলে নির্বাচনে অংশগ্রহণ সম্ভব নয়।”

No comments:

Post a Comment

Post Bottom Ad

© 2025 Peoples Bangla | All Rights Reserved.
×