শিবিরের চেয়ে ২০ হাজার গুণ পিছিয়ে বামের ভিপি প্রার্থী |
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অভূতপূর্ব বিজয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। জুলাই গণ-অভ্যুত্থানের পর অনুষ্ঠিত ডাকসুর এই প্রথম নির্বাচনে ভিপি, জিএস, এজিএসসহ সম্পাদকীয় ১২টি পদের মধ্যে ৯টিতে জয়ী হয়েছে এই প্যানেলের প্রার্থীরা।
সহ-সভাপতি (ভিপি) পদে শিবির সমর্থিত প্রার্থী সাদিক কায়েম পেয়েছেন ১৪,০৪২ ভোট। অপরদিকে বাম জোট ‘প্রতিরোধ পর্ষদ’-এর ভিপি প্রার্থী শেখ তাসনিম আফরোজ ইমি পেয়েছেন মাত্র ৬৮ ভোট। হিসাব অনুযায়ী, ভোটের ব্যবধানে ইমি প্রায় ২০ হাজার গুণ পিছিয়ে পড়েছেন।
ভোট কম পেলেও ফেসবুকে দেওয়া এক প্রতিক্রিয়ায় ইমি লিখেছেন—
“ডাকসুতে শুভেচ্ছা জানানোর মতো প্রার্থী নির্বাচিত (!) হয়নি। আমি তাদেরকে আমার প্রতিনিধি হিসেবে মেনে নিতে পারব না।”
শুধু ভিপি নয়, সম্পাদকীয় বিভিন্ন পদেও জোটটির আধিপত্য দেখা গেছে। এর মধ্যে—
- ক্রীড়া সম্পাদক: আরমান হোসেন
- ছাত্র পরিবহন সম্পাদক: আসিফ আব্দুল্লাহ
- ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক: মাজহারুল ইসলাম
- মানবাধিকার ও আইন সম্পাদক: মো. জাকারিয়া
- স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: এস এম আল মিনহাজ
তবে তিনটি পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।
- সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ
- গবেষণা ও প্রকাশনা সম্পাদক: সানজিদা আহমেদ তন্বী
- সমাজসেবা সম্পাদক: যুবাইর বিন নেছারী
এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৯,৭৭৫
No comments:
Post a Comment