আমরা কি বাংলাদেশে রোহিঙ্গা: পাপিয়া |
চাঁপাইনবাবগঞ্জে বিএনপি নেতা আসিফা আশরাফী পাপিয়ার হুঁশিয়ারি
বিএনপির মানবাধিকার বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক এমপি অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া বলেছেন, “বাংলাদেশের মাটিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে বীজ বপন করেছিলেন, আজ তা বটবৃক্ষে পরিণত হয়েছে। আমাদের দেশ ছাড়ার হুমকি দেওয়া হচ্ছে। আমরা কি রোহিঙ্গা?”
রবিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট কলেজ মোড়ে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন। এর আগে তিনি চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে দলীয় মনোনয়ন পেতে বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় অংশ নেন।
সরকারের সমালোচনা
পাপিয়া বলেন, “বাংলাদেশের মাটি কামড়ে আমরা মুক্তিযুদ্ধ করেছি, স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি, শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে ১৫ বছর লড়াই করেছি। সেই আন্দোলনের পথ ধরেই নেত্রী খালেদা জিয়া কারাবরণ করেছেন, তাকে হত্যার চেষ্টা করা হয়েছে, হাজারো নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, অনেকে প্রাণ হারিয়েছেন।”
এনসিপি ও জামায়াতকে উদ্দেশ্য করে হুঁশিয়ারি
তিনি বলেন, “আওয়ামী লীগের বিরুদ্ধে পার্লামেন্ট থেকে রাজপথ পর্যন্ত সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বিএনপি। আজ বিএনপিকে ভারত পাঠানোর হুমকি দেওয়া হচ্ছে! এসব বললে নিজেদের কবর নিজেরাই রচনা করবেন।”
ড. ইউনুসের সমালোচনা করে পাপিয়া বলেন, “১১ মাস বয়সী সন্তানসম একটি রাজনৈতিক দল এনসিপি তৈরি করেছেন। এর মাধ্যমে রাজনীতি নিয়ন্ত্রণের চেষ্টা করবেন না। লাগাম আমাদের রক্ত এই মাটির সঙ্গে মিশে আছে। সেই জায়গা থেকে বলছি, আওয়ামী লীগের পথে বিএনপি যাবে বলে যে মন্তব্য করেছেন তা অবিলম্বে প্রত্যাহার করুন।”
২০১৮ সালের মতো নির্বাচনের সতর্কতা
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “ড. ইউনুস যদি মনে করেন ২০১৮ সালের মতো আরেকটি নির্বাচন করবেন, তাহলে সেটি দুঃস্বপ্নেই রয়ে যাবে।”
পাপিয়া আরও বলেন, “বর্তমান সরকার ও এনসিপি মনে করছে, জামায়াতকে সঙ্গে নিয়ে জুলাই-আগস্টের আন্দোলনে তারাই মুখ্য ভূমিকা রেখেছে। অথচ ইতিহাস প্রমাণ করে কারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল আর কারা বিপক্ষে ছিল। বিএনপিকে উৎখাতের হুমকি দিয়ে কিছু হবে না।”
গণসংযোগ ও পথসভায় আরও উপস্থিত ছিলেন— সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মতি, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ময়েজ উদ্দিন, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সামিরুল ইসলাম পলাশসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
No comments:
Post a Comment