ভারত আমাদের স্বাধীনতার জন্য কিছুই করে নাই: আলতাফ হোসেন চৌধুরী - People’s Bangla

People’s Bangla

Voice of the People | জনতার কণ্ঠস্বর

সর্বশেষ

Home Top Ad

Post Top Ad

Sunday, September 14, 2025

ভারত আমাদের স্বাধীনতার জন্য কিছুই করে নাই: আলতাফ হোসেন চৌধুরী

ভারত আমাদের স্বাধীনতার জন্য কিছুই করে নাই: আলতাফ হোসেন চৌধুরী

স্বাধীনতার জন্য ভারত কিছুই করেনি: আলতাফ হোসেন চৌধুরী

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, “বাংলাদেশের স্বাধীনতার জন্য ভারত কিছুই করেনি। ভারত পাকিস্তানকে ভাঙতে চেয়েছিল, সেটাই করেছে। আমাদের স্বাধীনতার জন্য তাদের কোনো অবদান নেই।”

রবিবার দুপুরে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে স্থানীয় সুবিদখালী দারুস সুন্নাত ফাজিল মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ভারতের ভূমিকা নিয়ে সমালোচনা

আলতাফ হোসেন চৌধুরী বলেন, “গত স্বাধীনতা দিবসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই বলেছেন—‘একাত্তরের যুদ্ধ ছিল ভারত-পাকিস্তান যুদ্ধ।’ মুক্তিযুদ্ধের কথা তিনি উল্লেখ করেননি। বরং স্বাধীনতার পর ভারতীয় সেনারা বিলিয়ন ডলারের সম্পদ লুট করে নিয়ে গেছে, অথচ কোনো সাংবাদিক সাহস করে সে বিষয়ে লিখতে পারেননি।”

শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার অভিযোগ

তিনি আরও বলেন, “৫ আগস্ট শেখ হাসিনা যখন পালিয়ে যান, তখন পৃথিবীর কোনো দেশ তাকে গ্রহণ করেনি। একমাত্র ভারত তাকে আশ্রয় দিয়েছিল। সেখানে তাকে সেনা ক্যাম্প এবং কলকাতায় একটি অফিসও করে দেওয়া হয়েছিল।”

সভায় উপস্থিত নেতারা

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহসভাপতি মো. আমিনুল ইসলাম। এতে আরও বক্তব্য দেন— জেলা বিএনপির সহসভাপতি মাকসুদ আহমেদ, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সভাপতি মহসিন উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সদস্য মো. ফিরোজ আলম গোলদার, শ্রমিক দলের সভাপতি মো. নাসির উদ্দিন হাওলাদার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম, কাকড়াবুনিয়া ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, মির্জাগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সদস্যসচিব মো. রাসেল মোল্লা, উপজেলা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শাহিন হাওলাদার, মাধবখালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. সুমন তালুকদার প্রমুখ।

সভা পরিচালনা করেন উপজেলা যুবদলের আহ্বায়ক গাজী রাশেদ শামস। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

No comments:

Post a Comment

Post Bottom Ad

© 2025 Peoples Bangla | All Rights Reserved.
×