৫ শতাংশ মানুষের কাছে দেশের ৮০ শতাংশ সম্পদ : সাদ্দাম - People’s Bangla

People’s Bangla

Voice of the People | জনতার কণ্ঠস্বর

সর্বশেষ

Home Top Ad

Post Top Ad

Saturday, August 16, 2025

৫ শতাংশ মানুষের কাছে দেশের ৮০ শতাংশ সম্পদ : সাদ্দাম

৫ শতাংশ মানুষের কাছে দেশের ৮০ শতাংশ সম্পদ : সাদ্দাম
৫ শতাংশ মানুষের হাতে ৮০ শতাংশ সম্পদ: সাদ্দাম

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, দেশের মোট সম্পদের ৮০ শতাংশ মাত্র ৫ শতাংশ মানুষের হাতে বন্দি হয়ে আছে।

শনিবার (১৬ আগস্ট) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির আয়োজিত ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সাদ্দাম বলেন, “চট্টগ্রামের এস আলম গ্রুপ একাই ১২টি ব্যাংক নিয়ন্ত্রণ করছে। মানুষের কষ্টার্জিত আমানতের টাকা আত্মীয়-স্বজনের নামে একের পর এক ইন্ডাস্ট্রি খুলে গিলে নিচ্ছে। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে। আগে ডাকাতি করতে অস্ত্রের দরকার হতো, এখন শুধু ব্যাংক খুললেই হয়। ব্যাংকে মানুষ টাকা জমা দেয়, আর তারা তা লুট করে বিদেশে পাচার করে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশে আয় বৈষম্য এত ভয়াবহ যে পৃথিবীতে আমরা আয় বৈষম্যের দিক থেকে ১৪০-১৫০তম অবস্থানে আছি। এই বৈষম্য দেশের অর্থনৈতিক ভারসাম্য ধ্বংস করছে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখা সভাপতি মোহাম্মদ আলী। সঞ্চালনায় ছিলেন শাখা সাহিত্য সম্পাদক সাঈদ বিন হাবিব ও শিক্ষা সম্পাদক মোনায়েম শরীফ।

এছাড়া বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এনায়েত উল্যা পাটওয়ারী, ইউরোপীয় কমিশনের আঞ্চলিক পরিচালক আশিকুর রহমান, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক আব্দুল মোহাইমেন এবং মহানগর দক্ষিণের সভাপতি ইব্রাহিম হোসেন রনি।

নবীন বরণ উপলক্ষে শিক্ষার্থীদের টিশার্ট, বই-প্যাড ও ওয়ালমেট উপহার দেওয়া হয়। এতে প্রায় আড়াই হাজার নবীন শিক্ষার্থী অংশ নেন।

No comments:

Post a Comment

Post Bottom Ad

© 2025 Peoples Bangla | All Rights Reserved.
×