‘কতিপয় উপদেষ্টার কারণে আওয়ামী সুবিধাভোগীরা বহাল তবিয়তে’ - People’s Bangla

People’s Bangla

Voice of the People | জনতার কণ্ঠস্বর

সর্বশেষ

Home Top Ad

Post Top Ad

Saturday, August 16, 2025

‘কতিপয় উপদেষ্টার কারণে আওয়ামী সুবিধাভোগীরা বহাল তবিয়তে’

‘কতিপয় উপদেষ্টার কারণে আওয়ামী সুবিধাভোগীরা বহাল তবিয়তে’
 কতিপয় উপদেষ্টার কারণে ফ্যাসিস্ট কর্মকর্তারা বহাল তবিয়তে: রাশেদ খান

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, সরকারের কিছু উপদেষ্টার কারণে এখনো আওয়ামী সুবিধাভোগী ও ফ্যাসিস্ট কর্মকর্তারা বহাল তবিয়তে রয়েছেন।

শনিবার (১৬ আগস্ট) দুপুরে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খান লিখেছেন, গণঅভ্যুত্থানের এক বছর পরেও কালচারাল ফ্যাসিস্টদের দাপট দেখা যাচ্ছে। প্রশাসনে বসে থাকা আওয়ামী ফ্যাসিস্ট কর্মকর্তাদের সহায়তা করছে ভারতীয় আধিপত্যবাদী শক্তি। এমনকি জাপাকে মাঠে নামানো এবং আওয়ামী লীগকে স্বতন্ত্রভাবে নির্বাচনে দাঁড় করানো নিয়েও নেপথ্যে বিদেশি শক্তির ভূমিকা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, “আমি কেন এই সরকারের কতিপয় উপদেষ্টার সমালোচনা করি? কারণ আমি জানি, তাদের কারণে আওয়ামী সুবিধাভোগী কর্মকর্তারা বহাল তবিয়তে আছে। শুধু শেখ হাসিনার পতন হলেও কাঠামোগত ফ্যাসিবাদ এখনো বিদ্যমান। হাসিনার আমলে যেসব কর্মকর্তাদের সর্বত্র বসানো হয়েছে ও প্রমোশন দেওয়া হয়েছে, তারা সংস্কার বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়াবে।”

গণঅধিকার পরিষদের এই নেতা আরও বলেন, “এক বছরের মাথায় কালচারাল ফ্যাসিস্টদের দাপট দেখেছেন, আগামী বছর তারা আবার মিছিল করবে। শেখ মুজিবের শাসন ছিল হাসিনার থেকেও ভয়ঙ্কর। তার সময় অবৈধ কাজকে বৈধতা দেওয়ার জন্য আলাদা বাহিনী তৈরি করা হয়েছিল। রক্ষীবাহিনী সন্ত্রাসীদের হাতে তখন ভিন্নমতাবলম্বীরা নৃশংসভাবে নির্যাতিত হয়েছিল।”

তিনি প্রশ্ন রাখেন, “আজ যারা শেখ মুজিব বন্দনা করছেন, তারা কি আবারও সেই সময় ফিরিয়ে আনতে চান?”

No comments:

Post a Comment

Post Bottom Ad

© 2025 Peoples Bangla | All Rights Reserved.
×