| তারুণ্যের প্রথম ভোট হোক ধানের শীষে: তারেক রহমান |
"তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষে হোক" — দেশবাসীকে তারেক রহমানের আহ্বান
🗓️ নিজস্ব প্রতিবেদক | People’s Bangla
জাতীয়তাবাদী ছাত্রদলের গণসমাবেশে ভিডিও বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন,
“তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষে হোক— এই আহ্বান দেশবাসীর ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।”
রোববার (৩ আগস্ট) রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত ছাত্রদলের সমাবেশে তিনি লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান।
🔹 ছাত্রদলই গণতন্ত্রের রক্ষাকবচ
তারেক রহমান বলেন,
“ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে ছাত্রদলের ভূমিকা অনস্বীকার্য। গত দেড় দশকে হাজার হাজার ছাত্রদল নেতাকর্মী খুন, গুম ও নির্যাতনের শিকার হলেও ছাত্রদল মাথা নত করেনি।”
তিনি আরও বলেন,
“বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ আজ ছাত্রদলের পাশে আছে এবং আগামীতেও থাকবে।”
🔹 ভাষা শিক্ষা ও যোগ্যতা গড়ার আহ্বান
সবার কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে হলে নিজেকে প্রস্তুত করতে হবে উল্লেখ করে তারেক রহমান বলেন,
“শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বাংলা ও ইংরেজির পাশাপাশি অন্তত আরও দুটি ভাষা শেখার সুযোগ নিশ্চিত করতে হবে।”
তিনি তরুণদের বহুভাষিক দক্ষতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
🔹 নির্বাচন ও ভোটাধিকার ফিরে পাওয়ার সুযোগ
আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন,
“আসন্ন নির্বাচন আমাদের হারানো ভোটাধিকার ফিরে পাওয়ার একটি বিরাট সুযোগ। সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে।”
🔹 সমাবেশে উপস্থিত ছিলেন যারা
ছাত্রদল আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম, সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক নাছির উদ্দীন। এছাড়া বিএনপির সিনিয়র নেতারাও উপস্থিত ছিলেন।
No comments:
Post a Comment