ফিরে দেখা ৩৩ জুলাই: শিক্ষার্থীদের পাশে মাঠে নেমেছিল দেশের সব শ্রেণির মানুষ - People’s Bangla

People’s Bangla

Voice of the People | জনতার কণ্ঠস্বর

সর্বশেষ

Home Top Ad

Post Top Ad

Saturday, August 2, 2025

ফিরে দেখা ৩৩ জুলাই: শিক্ষার্থীদের পাশে মাঠে নেমেছিল দেশের সব শ্রেণির মানুষ

ছবি : সংগৃহীত
 বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন: ২ আগস্টে সারা দেশে ফুঁসে ওঠে ছাত্র-জনতা, শিল্পী-শিক্ষক-অভিভাবকেরাও মাঠে

🕊️ পিপলস বাংলা প্রতিবেদন | ২ আগস্ট ২০২৫

২০২৫ সালের ২ আগস্ট—বাংলাদেশের ছাত্র আন্দোলনের ইতিহাসে আরেকটি রক্তিম অধ্যায়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আর নিছক ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ নেই। এদিন সেই আন্দোলন পরিণত হয় এক সর্বজনীন অভ্যুত্থানে, যেখানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, শিল্পী ও সাধারণ মানুষ একসঙ্গে আওয়াজ তোলেন: “নিরাপদ শিক্ষা, গণতান্ত্রিক বাংলাদেশ চাই”।


🎓 ছাত্রদের আন্দোলনে এবার দেশের মানুষও
গত ৩১ জুলাই রাতে ডিবি হেফাজত থেকে মুক্তি পান আন্দোলনের ৬ সমন্বয়ক। কিন্তু মুক্তির পর তাদের মুখে ছিল দৃঢ় বার্তা—আন্দোলন চলবেই। যদিও কেউ কেউ প্রশ্ন তুলেছেন, তাদের ওপর চাপ প্রয়োগ কিংবা ‘মনোভাব পরিবর্তনের’ সম্ভাবনা নিয়ে। তবে মুক্তিপ্রাপ্ত নেতারা জানান, অনুপস্থিতির সময় যারা আন্দোলন চালিয়ে গেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে একই ধারাবাহিকতা ধরে রাখার আহ্বান জানান।

উত্তরা, প্রগতি সরণি, শহীদ মিনারে ছাত্রদের বজ্রস্বর
এই দিন সকালেই উত্তরা RAJUK কলেজের সামনে থেকে বিক্ষোভ শুরু হয়। শিক্ষার্থীরা গলা মেলান: “হত্যার বিচার চাই, ৯ দফা বাস্তবায়ন চাই”। একইসঙ্গে ধ্বনিত হয় ব্র্যাক ও ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দাবিমুখর স্লোগান। শহীদ মিনারে সমবেত হন মেডিকেল কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।

বায়তুল মোকাররম মসজিদ প্রাঙ্গণ থেকেও গণমিছিল শুরু হয়, যা শহরের বিভিন্ন অংশে গতি পায়।

🧨 উত্তরা ১১ নম্বর: রণক্ষেত্রের চিত্র
উত্তরার ১১ নম্বর সেক্টরে ছাত্রলীগ ও পুলিশের যৌথ আক্রমণে বিপর্যস্ত হয় মিছিল। পুলিশ চালায় টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড, আর পাল্টা ধাওয়া চলে। রাস্তার মোড়ে মোড়ে ছড়িয়ে পড়ে উত্তেজনা।


🎨 শিল্পী সমাজের দ্রোহ, কবিতা আর নাটকে প্রতিবাদ
ধানমন্ডির সাত মসজিদ রোডে শিল্পীদের প্রতিবাদ-সমাবেশ হয় বেলা ১১টায়। গান, কবিতা, পথনাটক আর ব্যানারে ফুটে ওঠে হত্যাকাণ্ড ও রাষ্ট্রীয় সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ। জাতীয় প্রেসক্লাব থেকে শুরু হয় “দ্রোহযাত্রা”, যেখানে সামিল হন শিক্ষক, শিক্ষার্থী, শিল্পী ও সাধারণ মানুষ। শহীদ মিনারে এসে শেষ হয় এই যাত্রা।


🌏 সারাদেশে ছড়িয়ে পড়ে আন্দোলনের আগুন
খুলনা, চট্টগ্রাম, ফেনী, সিলেট—দেশের প্রতিটি শহর, জেলা ও ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে বিক্ষোভের ঢেউ। একদিকে অস্ত্রধারী রাষ্ট্রীয় বাহিনী, অন্যদিকে হাতে কলম আর বুকভরা সাহস নিয়ে দাঁড়ানো সাধারণ ছাত্ররা।


📌 এই দিনের বার্তা স্পষ্ট:

শিক্ষার্থীদের রক্ত বৃথা যাবে না। বিচার চাই, জবাব চাই। এবং এই দেশ আমাদের, রাষ্ট্রের নামে চালানো নিপীড়নের বিরুদ্ধেই আজ এক হয়েছে গোটা জাতি।

No comments:

Post a Comment

Post Bottom Ad

© 2025 Peoples Bangla | All Rights Reserved.
×