আ.লীগ কার্যালয়ে এনসিপির ডিজে পার্টিতে ‘জয় বাংলা, জিতবে এবার নৌকা' |
চাঁদপুরে আওয়ামী লীগ কার্যালয়ে ডিজে পার্টি নিয়ে সংঘর্ষ, আহত ৩
চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ১৫ আগস্ট রাতে একদল যুবকের আয়োজিত ডিজে পার্টি ঘিরে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন।
ঘটনাস্থলে উপস্থিত শিক্ষার্থী আল আমিন সায়েম জানান, সন্ধ্যা থেকেই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ওই কার্যালয়ে ডিজে পার্টির আয়োজন করা হয়। রাত সাড়ে ১১টার দিকে তারা ব্যঙ্গ-বিদ্রূপের সাথে “জয় বাংলা, জিতবে এবার নৌকা” গান বাজাচ্ছিলেন। এসময় ছাত্রদল ও যুবদলের কয়েকজন নেতাকর্মী এসে হামলা চালায় এবং সরঞ্জাম ভাঙচুর করে।
এ ঘটনায় গুরুতর আহত আল আমিন সায়েম বলেন, “গান বাজানোকে কেন্দ্র করে বাইরে থেকে এসে আমাদের ওপর হামলা চালানো হয়।”
এদিকে চাঁদ উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার বলেন, “আমরা হামলা করিনি। আওয়ামী লীগ অফিসে গান চালানোয় স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে যায়। পরে ভুল বোঝাবুঝির অবসান হয়।”
অন্যদিকে এনসিপি চাঁদপুর জেলা সভাপতি মাহবুব আলম অভিযোগ করে বলেন, “১৫ আগস্টকে ব্যঙ্গ করে গান বাজানোর সময় ছাত্রদল ও যুবদল বুঝে-শুনেই আমাদের ওপর হামলা চালিয়েছে।”
চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা গান-বাজনা করছিলেন। এসময় স্থানীয়দের সাথে বির্তক হয় এবং সংঘর্ষে একজন গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
No comments:
Post a Comment