সকলের ধর্মের অধিকার নিশ্চিত করবে তারেক রহমান: বিএনপি নেতা সাজু |
আগামীতে রাষ্ট্রক্ষমতায় গেলে দেশের সকল ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার নিশ্চিত করবে বিএনপি—এমন মন্তব্য করেছেন দারুস সালাম থানা বিএনপির আহ্বায়ক এস এ সিদ্দিক সাজু।
শনিবার রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র্যালির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “আমরা সবাই বাংলাদেশি। ধর্ম-বর্ণ নির্বিশেষে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সকলের ধর্মীয় অধিকার নিশ্চিত করেছে এবং ভবিষ্যতেও তা নিশ্চিত করবে। রাষ্ট্রক্ষমতায় গেলে বিএনপি একটি সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলবে।”
এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে সব ধর্ম-বর্ণের মানুষের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। পরে র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিরপুর ১৩ নম্বরে গিয়ে শেষ হয়।
র্যালি উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ৭ নং ওয়ার্ডের সাবেক কমিশনার মুন্সি বজলুল বাছিদ আঞ্জু। এছাড়াও উপস্থিত ছিলেন—
- ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মো. রাজীব আহমেদ
- মিরপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল বাঁশার ভূঁইয়া
- মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কে. এম. ইয়াহিয়া সামী
- ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শামীম আহমেদ ও সাধারণ সম্পাদক মিরাজ হোসেন
- মিরপুর থানা মহিলা দলের সদস্য সচিব সেলিনা আক্তার কণিকা
- শাহ্আলী থানা মহিলা দলের সদস্য সচিব সুমি আক্তারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
No comments:
Post a Comment