হাসিনা শুধু স্বৈরশাসক-ফ্যাসিস্টই ছিল না, মাদকেরও নেত্রী ছিল: এ্যানি - People’s Bangla

People’s Bangla

Voice of the People | জনতার কণ্ঠস্বর

সর্বশেষ

Home Top Ad

Post Top Ad

Saturday, August 9, 2025

হাসিনা শুধু স্বৈরশাসক-ফ্যাসিস্টই ছিল না, মাদকেরও নেত্রী ছিল: এ্যানি

হাসিনা শুধু স্বৈরশাসক-ফ্যাসিস্টই ছিল না, মাদকেরও নেত্রী ছিল: এ্যানি

বিএনপি নেতা এ্যানির অভিযোগ: “হাসিনা শুধু স্বৈরশাসক নন, মাদকেরও নেত্রী”

বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, মাদক আজ দেশের সমাজ, মানবিকতা ও পরিবারগুলোকে ধ্বংস করে দিয়েছে। এ জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুধু ফ্যাসিবাদী স্বৈরশাসক নয়, “মাদকের নেত্রী” হিসেবেও আখ্যায়িত করেন তিনি।

শনিবার (৯ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চর মোহনায় এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। সভার উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া।

এ্যানি বলেন, “হাসিনা এখন দেশের বাইরে বসে ষড়যন্ত্র করছে। হাজার কোটি টাকা পাচার করে বিদেশে অবস্থান নিয়ে পার্শ্ববর্তী দেশের সহায়তায় বাংলাদেশ ধ্বংসের পরিকল্পনা করছে। যুব সমাজ, ছাত্র সমাজ ও তরুণ প্রজন্ম হলো দেশের শক্তি। মাদক দিয়ে তাদের ধ্বংস করাই মূল উদ্দেশ্য, কারণ এ শক্তি নষ্ট হলে দেশও দুর্বল হয়ে যাবে।”

তিনি আরও বলেন, “হাসিনার ফ্যাসিস্ট অপরাজনীতি যেন আর কখনো বাংলাদেশের রাজনীতিতে ফিরে এসে মানুষের উপর আঘাত হানতে না পারে।”

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, সদস্য অ্যাডভোকেট হারুনুর রশিদ প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন রায়পুর উপজেলা বিএনপির আহ্বায়ক জেডএম নাজমুল ইসলাম মিঠু এবং সঞ্চালনা করেন সদস্য সচিব সফিকুর রহমান ভূঁইয়া।

এছাড়া উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার, রায়পুর পৌরসভার সাবেক মেয়র এবিএম জিলানী, পৌর বিএনপির সদস্য সচিব জিএম আলমাসসহ স্থানীয় নেতৃবৃন্দ।

No comments:

Post a Comment

Post Bottom Ad

© 2025 Peoples Bangla | All Rights Reserved.
×