হল কেন্দ্রিক নয়, বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ছাত্ররাজনীতি চায় শিবির: ফরহাদ - People’s Bangla

People’s Bangla

Voice of the People | জনতার কণ্ঠস্বর

সর্বশেষ

Home Top Ad

Post Top Ad

Saturday, August 9, 2025

হল কেন্দ্রিক নয়, বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ছাত্ররাজনীতি চায় শিবির: ফরহাদ

হল কেন্দ্রিক নয়, বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ছাত্ররাজনীতি চায় শিবির: ফরহাদ

ঢাবি শিবিরের সভাপতি ফরহাদ: “হলে রাজনৈতিক কমিটি নয়, সেবামূলক কার্যক্রম করছি”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রশিবির সভাপতি এস এম ফরহাদ জানিয়েছেন, আবাসিক হলগুলোতে তাদের কোনো রাজনৈতিক কমিটি নেই। শিক্ষার্থীদের চাহিদা ও মতামতের ভিত্তিতেই শুধু কিছু সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

শনিবার বিকেলে মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “শিবির হলভিত্তিক রাজনীতিতে বিশ্বাসী নয়, বরং বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক ছাত্ররাজনীতিতেই আস্থা রাখে। বর্তমানে হলে কোনো রাজনৈতিক কার্যক্রম চলছে না। কেবল শিক্ষার্থীদের সুবিধার্থে ফিল্টার বসানো, স্বাস্থ্য ক্যাম্পেইন ও উৎসব উপলক্ষে উপহার বিতরণের মতো উদ্যোগ নিয়েছি।”

তিনি অভিযোগ করেন, কিছু পক্ষ এসব কার্যক্রমকে ভুলভাবে ব্যাখ্যা করে প্রচার চালাচ্ছে যেন হলে পূর্ণাঙ্গ কমিটি রয়েছে। ফরহাদ স্পষ্ট করে বলেন, “যদি শিক্ষার্থীরা এসব সেবা না চান, আমরা সঙ্গে সঙ্গে তা বন্ধ করে দেব।”

পানি ফিল্টার ভাঙচুর ও বয়কট
সম্প্রতি মাস্টারদা সূর্য সেন হলে শিবিরের স্থাপন করা ফিল্টার ভাঙচুর হয়েছে। রোকেয়া হলে দেওয়া শিবিরের ফিল্টার, ছাত্র অধিকার পরিষদের ভেন্ডিং মেশিন ও ছাত্রদলের ডাস্টবিন বয়কটের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। ফরহাদ জানান, প্রতিটি হলে প্রশাসনের অনুমতি ও শিক্ষার্থীদের সম্মতিতেই ফিল্টার বসানো হয়েছিল। এখন যদি ব্যবহার না করতে চান, তা সরিয়ে নেওয়া হবে।

অভিযোগ ও পাল্টা বক্তব্য
উমামা ফাতেমার এক বক্তব্যের প্রসঙ্গে ফরহাদ বলেন, শিবির তার সংবিধান ও নীতিমালা মেনে চলে, কারও বিকৃত বা মনগড়া মতামতের ভিত্তিতে কাজ করে না। “আমরা সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেটকে গুরুত্ব দিয়ে রাজনীতি করি,” তিনি যোগ করেন।

‘নো হল পলিটিক্স’ দাবিতে আন্দোলন
এদিকে শুক্রবার রাত থেকে রোকেয়া হলসহ বিভিন্ন হলের শিক্ষার্থীরা ছাত্রদলের কমিটি ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ করেন। ‘হল পলিটিক্স নো মোর’, ‘শিক্ষা ও রাজনীতি একসাথে চলে না’— এমন স্লোগানে ক্যাম্পাস উত্তাল হয়ে ওঠে।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, হলভিত্তিক রাজনীতি সহিংসতা, গেস্টরুম সংস্কৃতি ও সিট সংকট তৈরি করে একাডেমিক পরিবেশ নষ্ট করছে। তারা হলে রাজনীতির সম্পূর্ণ অবসান দাবি করেন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান রাত ২টায় এসে জানান, গত বছরের ১৭ জুলাই হলভিত্তিক রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত বহাল থাকবে এবং হল প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। তবে আন্দোলনরত শিক্ষার্থীরা পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি তুলেছেন।

No comments:

Post a Comment

Post Bottom Ad

© 2025 Peoples Bangla | All Rights Reserved.
×