সাঈদীকে স্মরণ করে আজহারীর আবেগঘন পোস্ট - People’s Bangla

People’s Bangla

Voice of the People | জনতার কণ্ঠস্বর

সর্বশেষ

Home Top Ad

Post Top Ad

Friday, August 15, 2025

সাঈদীকে স্মরণ করে আজহারীর আবেগঘন পোস্ট

সাঈদীকে স্মরণ করে আজহারীর আবেগঘন পোস্ট
 আল্লামা সাঈদীর স্মৃতিচারণে ড. মিজানুর রহমান আজহারী – “অনন্য খিদমাহ জাতি যুগ যুগ স্মরণ করবে”

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন ড. মিজানুর রহমান আজহারী প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহিমাহুল্লাহ)-কে স্মরণ করে আবেগঘন পোস্ট দিয়েছেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেন—

“আল্লামা সাঈদী রহিমাহুল্লাহ-র অনন্য খিদমাহ জাতি যুগ যুগ স্মরণ করবে। আল্লাহ তাআলা তাঁর পবিত্র কালামের একনিষ্ঠ এই বাণী বাহককে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন।”

আজ ১৪ আগস্ট—আল্লামা সাঈদীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। ২০২৩ সালের এদিন রাত ৮টা ৪০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান অভিযোগ করেন—সাঈদী ছিলেন সম্পূর্ণ নির্দোষ, কিন্তু চিকিৎসায় অবহেলার মাধ্যমে তাঁকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছে। এ ঘটনায় দায়িত্বে থাকা চিকিৎসক ও সংশ্লিষ্টদের বিচারের দাবি জানান তিনি।

জামায়াতের আমির ডা. শফিকুর রহমানও একই অভিযোগ তুলে বলেন—পিজি হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসায় অবহেলার কারণে সাঈদীর মৃত্যু হয়। মৃত্যুর আগে তাঁর পরিবারকে সাক্ষাৎ করতে দেওয়া হয়নি। মৃত্যুর পর ঢাকায় জানাজার অনুমতি না দিয়ে পুলিশ কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড ও গুলি চালায়, এতে শতাধিক মানুষ আহত হন। পরে পিরোজপুরে নিজ গ্রামে তাঁর জানাজা ও দাফন সম্পন্ন হয়, যেখানে লাখো মানুষ অংশ নেন।

ড. আজহারীর পোস্টে অসংখ্য অনুসারী ‘আমিন’ মন্তব্য করেন। কেউ কেউ আল্লামা সাঈদীর জীবন ও কর্ম নিয়ে গবেষণা, সেমিনার ও আলোচনার আয়োজনের আহ্বান জানান, যেন প্রজন্ম থেকে প্রজন্ম তাঁর অবদান সম্পর্কে জানতে পারে।

No comments:

Post a Comment

Post Bottom Ad

© 2025 Peoples Bangla | All Rights Reserved.
×