ধানমন্ডির ৩২ নম্বরে এসে ভিডিও কল, আওয়ামী লীগ সন্দেহে গণপিটুনি |
ধানমন্ডি ৩২-এ ছাত্র-জনতার অবস্থান, সন্দেহে তিনজনকে পুলিশের হাতে তুলে দিল জনতা
১৫ আগস্ট উপলক্ষে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে ছাত্র-জনতা অবস্থান নিয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে সেখানে উপস্থিত তিনজনকে আওয়ামী লীগ কর্মী সন্দেহে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, এক ব্যক্তি সেখানে এসে ভিডিও কলে কারও সাথে ঘটনাস্থলের পরিস্থিতি দেখাচ্ছিলেন। কলের অপর প্রান্তে থাকা ব্যক্তির ক্যামেরায় শেখ হাসিনা ও শেখ মুজিবের ছবি দেখা গেলে উপস্থিত জনতা ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করেন। পরে পুলিশ এসে ভ্যানে করে তাকে নিয়ে যায়।
জনতার দাবি, ওই ব্যক্তির নিজের ফোনেও শেখ হাসিনা ও শেখ মুজিবের ছবি ছিল। তাদের ভাষ্যমতে, শেখ হাসিনার ছেলে জয় আওয়ামী লীগ নেতাকর্মীদের ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থান নিতে বলেছেন, তাই তারা সেখানে সতর্ক অবস্থান নিয়েছেন।
রাত নয়টার দিকে আরেকজনকে একইভাবে সন্দেহে মারধর করা হয় এবং পুলিশ উদ্ধার করে। তবে তাকে আওয়ামী লীগ কর্মী বলা হলেও সুনির্দিষ্ট কারণ কেউ জানাতে পারেননি।
ঘটনার সময় জনতা বিভিন্ন স্লোগান দেন— “আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার”, “জিয়ার সৈনিক এক হও, লড়াই করো” প্রভৃতি।
রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম জানান, তিনজনকে আটক করা হয়েছে। তাদের ফোন পরীক্ষা ও জিজ্ঞাসাবাদ করা হবে। নির্দোষ হলে ছেড়ে দেওয়া হবে, দোষী প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
No comments:
Post a Comment