| ৩২ ঘণ্টা পর মায়ের কোলে ফিরল নিখোঁজ নুসরাত ও ইসরাত |
৩২ ঘণ্টা পর মায়ের কোলে ফিরল নিখোঁজ নুসরাত ও ইসরাত
পিপলস বাংলা ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থেকে নিখোঁজের ৩২ ঘণ্টা পর অবশেষে মায়ের কোলে ফিরে এসেছে ১২ বছরের নুসরাত আক্তার ও তার ৫ বছর বয়সী ছোট বোন ইসরাত আক্তার। শুক্রবার (১ আগস্ট) রাত ১১টায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঘাটুরা ১ নম্বর গ্যাস ফিল্ড মোড় এলাকার একটি বাড়ি থেকে তাদের উদ্ধার করে পরিবারের সদস্যরা।
ঘটনার সূত্রপাত গত ৩১ জুলাই বিকেলে। সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বুড্ডা গ্রামে নানাবাড়ি থেকে নিজ বাড়ি কুচনি গ্রামে ফেরার পথে নিখোঁজ হয় দুই বোন। স্বজনরা অনেক খোঁজাখুঁজির পর স্থানীয় থানায় জিডি করে এবং গণমাধ্যমের সহায়তা চায়। “বাংলা এডিশন” নামের একটি জাতীয় অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশের পর বিষয়টি আলোচনায় আসে।
স্থানীয়দের ভাষ্যমতে, ঘাটুরা এলাকায় দুই বোনকে ঘুরতে দেখে এলাকার একজন মানবিক ব্যক্তি তাদের আশ্রয় দেন। কারণ তারা নিজেদের ঠিকানা বা পরিচয় সঠিকভাবে জানাতে পারছিল না। পরে স্থানীয়দের সহায়তায় পরিবারকে খবর দেয়া হলে তাদের বাড়িতে ফিরিয়ে আনা হয়।
পরিবার ও এলাকাবাসীর ভাষ্যমতে, দুই শিশুর সুস্থভাবে ফিরে আসা নিঃসন্দেহে একটি অলৌকিক স্বস্তির ব্যাপার। বিষয়টি স্থানীয়ভাবে ব্যাপক সাড়া ফেলেছে।
No comments:
Post a Comment