| ৭১ এর মতো আগামী প্রজন্মকে মিথ্যা শেখাবে জুলাই ঘোষণাপত্র |
🔴 জুলাই ঘোষণাপত্র ইতিহাস বিকৃতি করেছে: রাশেদ খান
ঢাকা, ৬ আগস্ট:
জুলাই ঘোষণাপত্রে ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের ইতিহাস বাদ দিয়ে বিকৃত তথ্য উপস্থাপন করা হয়েছে—এমন অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান।
বুধবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “জুলাই ঘোষণাপত্রে বলা হয়েছে ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে গণঅভ্যুত্থানের সূত্রপাত, কিন্তু মূলত এই আন্দোলনের ভিত্তি ছিল ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন। সে সময় সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা বাতিল করা হয়। পরে হাইকোর্টের রায়ের মাধ্যমে সেই কোটা ফেরানোর চেষ্টা থেকেই নতুন আন্দোলনের জন্ম।”
❝ ইতিহাসকে ভুল পথে চালিত করার অপচেষ্টা ❞
রাশেদ খান অভিযোগ করেন, “গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত ধারাবাহিক লড়াইকে ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছে। ইতিহাস বিকৃতি একটি অপরাধ। এই বিকৃতি ভবিষ্যৎ প্রজন্মকে বিভ্রান্ত করবে।”
তিনি তুলনা টেনে বলেন, “যেভাবে ৭১-এর ইতিহাস নিয়ে ভিন্নমত ছিল, এখন অন্তর্বর্তী সরকারের ঘোষণাপত্রও সেই একই পথে হাঁটছে। তাহলে আওয়ামী লীগের ইতিহাস আর এই সরকারের মধ্যে পার্থক্য কী?”
❝ শহীদের সংখ্যা নিয়েও রাজনীতি? ❞
জুলাই ঘোষণাপত্রে শহীদের সংখ্যা উল্লেখ করে বলা হয়েছে—‘আওয়ামী ফ্যাসিবাদী বাহিনী এক হাজার মানুষকে হত্যা করেছে’। কিন্তু রাশেদ খানের দাবি, জাতিসংঘ বলছে এই সংখ্যা ১৪০০+, আর সরকারি গেজেট অনুযায়ী শহীদের সংখ্যা ৮৩৬ জন। তিনি প্রশ্ন তোলেন, “তাহলে কি শহীদের সংখ্যা নিয়েও রাজনীতি হবে?”
তিনি আরও বলেন, “আজও ৬ জন শহীদের লাশ পড়ে আছে ঢাকা মেডিকেলে। এখনো অনেকে অজ্ঞাত, অনেক হত্যাকারী এখনো ধরা পড়েনি। তাহলে কিভাবে এই অপরাধের বিচার হবে?”
❝ গুরুত্বপূর্ণ আন্দোলনগুলোও বাদ ❞
সংবাদ সম্মেলনে রাশেদ খান প্রশ্ন তোলেন—“কেন নিরাপদ সড়ক আন্দোলন, বিডিআর বিদ্রোহ, আবরার ফাহাদ হত্যাকাণ্ড, শাপলা চত্বর ট্র্যাজেডি, মোদি বিরোধী আন্দোলনের মতো ঘটনাগুলো ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত করা হয়নি?”
তিনি মনে করেন, “এই ঘটনাগুলো তারুণ্যের বিপ্লবী চেতনাকে জাগিয়ে তুলেছে, কিন্তু সেগুলোকে বাদ দিয়ে ঘোষণা ইতিহাসকে অপূর্ণ ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে দুর্বল করা হয়েছে।”
❝ নির্বাচন ও সংস্কারের সুস্পষ্ট রোডম্যাপ চায় গণঅধিকার পরিষদ ❞
তিনি বলেন, “ড. ইউনূস জাতির উদ্দেশে ভাষণে বিচার, সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ তুলে ধরেছেন। তবে নির্বাচনের আগে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করতে হবে।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের সভাপতি নুরুল হক নুর, সিনিয়র সহসভাপতি ফারুক হাসান, উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ, শহিদুল ইসলাম ফাহিম, অ্যাডভোকেট সরকার নূরে এরশাদ সিদ্দিকী প্রমুখ।
No comments:
Post a Comment