দ্বিতীয়বারের মতো খুলে দেয়া হলো কাপ্তাই বাঁধের সব কটি জলকপাট |
কাপ্তাই বাঁধের ১৬ গেট আবারও খুলে দেওয়া হলো
এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বারের মতো আবারও খুলে দেওয়া হয়েছে রাঙামাটির কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট। বুধবার (২১ আগস্ট) রাত ৮টার দিকে হ্রদের পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছালে প্রতিটি গেট ৬ ইঞ্চি করে তোলা হয়।
টানা বর্ষণ ও উজান থেকে পাহাড়ি ঢল নেমে আসায় হ্রদের পানি বিপজ্জনক স্তরে চলে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাঁধের গেটগুলো খুলে দেওয়া হয়।
কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান জানান, রাত ৮টার সময় হ্রদের পানির উচ্চতা দাঁড়ায় ১০৮.৩৫ এমএসএল (মিনস সি লেভেল)। সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৯ এমএসএল হওয়ায় পানি বিপদসীমার কাছাকাছি চলে গিয়েছিল। ফলে ১৬টি গেট খুলে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি ছাড়তে শুরু করা হয়।
তিনি আরও জানান, বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিট চালু রেখে প্রতি সেকেন্ডে কর্ণফুলী নদীতে অতিরিক্ত ৩২ হাজার কিউসেক পানি ছাড়া হচ্ছে। সব মিলিয়ে বর্তমানে নদীতে ৪১ হাজার কিউসেক পানি প্রবাহিত হচ্ছে। এতে ২২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনও অব্যাহত রয়েছে।
পানি বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ বলছে, হ্রদের ইনফ্লো বা পানির প্রবাহ এবং বৃষ্টিপাত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পানির লেভেল অস্বাভাবিকভাবে বাড়লে স্পিলওয়ের গেট আরও খোলা হতে পারে।
এর আগে চলতি মাসের ৫ আগস্ট মধ্যরাতে পানির চাপ বেড়ে গেলে ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খোলা হয়। পরবর্তীতে বাড়তি বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে গেট সর্বোচ্চ সাড়ে ৩ ফুট পর্যন্ত খোলা হয়েছিল। সাত দিন পানি ছাড়ার পর পরিস্থিতি স্বাভাবিক হলে ১২ আগস্ট সকালে সব গেট আবার বন্ধ করা হয়। কিন্তু নতুন করে পানি বেড়ে যাওয়ায় পুনরায় গেটগুলো খুলতে হলো।
No comments:
Post a Comment