রংপুরে স্টেডিয়াম নির্মাণের ঘোষণা ক্রীড়া উপদেষ্টার |
রংপুরে বিভাগীয় স্টেডিয়াম নির্মাণের ঘোষণা দিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা
পিপলস বাংলা প্রতিবেদক
রংপুর │ ২১ আগস্ট ২০২৫
তৃণমূল পর্যায়ে ক্রীড়ার মানোন্নয়নে ‘মিনি বিসিবি’ গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, রংপুর বিভাগ হলেও এখানে এখনো বিভাগীয় স্টেডিয়াম নেই। খুব শিগগিরই রংপুরে আধুনিক মানের বিভাগীয় স্টেডিয়াম নির্মাণ করা হবে।
বুধবার (২০ আগস্ট) বিকেলে রংপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ৩৬ জুলাই গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
আসিফ মাহমুদ বলেন, “ক্রীড়ার প্রসার ঘটাতে বেশি বেশি টুর্নামেন্ট আয়োজন করতে হবে। প্রান্তিক পর্যায়ে মানুষের খেলাধুলার প্রতি ব্যাপক আগ্রহ রয়েছে। আমরা সেই আগ্রহকে কাজে লাগিয়ে প্রতিটি উপজেলাভিত্তিক টুর্নামেন্টের মাধ্যমে নতুন খেলোয়াড় তৈরির সুযোগ সৃষ্টি করছি। স্থানীয় পর্যায় থেকেই জাতীয় দলে প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে।”
তিনি সংশ্লিষ্টদের উদ্দেশে আরও বলেন, “এ ধরনের প্রতিযোগিতা নিয়মিত আয়োজন করলে স্থানীয় সংস্কৃতি ও খেলাধুলা সমানভাবে বিকশিত হবে।”
টুর্নামেন্টে দর্শকদের উপচে পড়া ভিড়
এদিন রংপুর স্টেডিয়ামে হাজারো দর্শকের উপস্থিতিতে ফাইনাল খেলায় মুখোমুখি হয় রংপুর সদর উপজেলা দল ও গঙ্গাচড়া উপজেলা দল।
গঙ্গাচড়ার ইউনুস প্রথম গোল করে দলকে এগিয়ে নেন। তবে ২০ মিনিটে সদর উপজেলার জুয়েল সমতাসূচক গোল করেন। দ্বিতীয়ার্ধে ৬০ মিনিটে গঙ্গাচড়ার ইয়াসিন জয়সূচক গোল করে দলকে শিরোপা এনে দেন।
মাঠে দর্শকদের উপস্থিতি গত দুই দশকের মধ্যে সবচেয়ে বেশি ছিল বলে আয়োজকরা জানিয়েছেন। গ্যালারিতে তিল ধারণের জায়গা ছিল না। অনেক দর্শক ফেস্টুন হাতে এসেছিলেন— “রংপুর বিভাগীয় স্টেডিয়াম চাই”, “বছরব্যাপী টুর্নামেন্ট চাই” স্লোগান নিয়ে।
ম্যাচে গঙ্গাচড়ার মানিক ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন এবং সদর উপজেলার মেহেদী টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হন। খেলা শেষে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বিজয়ী ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন, রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, অতিরিক্ত জেলা প্রশাসক রমিজ আলম এবং জেলা ক্রীড়া কর্মকর্তা মাসুদ রানা।
No comments:
Post a Comment