তন্বীর সম্মানে ‘গবেষণা ও প্রকাশনা’ পদে প্রার্থী দেয়নি ছাত্রদল ও বাগছাস - People’s Bangla

People’s Bangla

Voice of the People | জনতার কণ্ঠস্বর

সর্বশেষ

Home Top Ad

Post Top Ad

Wednesday, August 20, 2025

তন্বীর সম্মানে ‘গবেষণা ও প্রকাশনা’ পদে প্রার্থী দেয়নি ছাত্রদল ও বাগছাস

তন্বীর সম্মানে ‘গবেষণা ও প্রকাশনা’ পদে প্রার্থী দেয়নি ছাত্রদল ও বাগছাস

ডাকসু নির্বাচন: তন্বীর প্রতি শ্রদ্ধায় ছাত্রদল ও বাগছাসের ‘গবেষণা সম্পাদক’ পদ শূন্য ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয়: আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে সানজিদা আহমেদ তন্বীর প্রতি শ্রদ্ধা জানিয়ে কোনো প্রার্থী দেয়নি জাতীয়তাবাদী ছাত্রদল ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস)।

বুধবার (২০ আগস্ট) দুপুরে অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত সংবাদ সম্মেলনে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেন। এ সময় তিনি বলেন,

“তন্বীর প্রতি শ্রদ্ধা জানিয়েই গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে আমরা কাউকে মনোনীত করিনি। এ পদে ছাত্রদল ঘোষিত প্যানেল তন্বীকে সমর্থন দেবে।”

একইভাবে বাগছাস থেকেও ওই পদে কোনো প্রার্থী দেয়া হয়নি। সংগঠনটির ঢাবি শাখার আহ্বায়ক আব্দুল কাদের বলেন,

“তন্বী আমাদের জুলাইয়ের জ্বলে ওঠা বিক্ষোভের উৎস, প্রতিরোধের অনুপ্রেরণা। তার প্রতি শ্রদ্ধা জানিয়েই আমাদের সমর্থিত প্যানেলে এ পদটি শূন্য রাখা হয়েছে। তন্বীর প্রতি আমাদের পূর্ণ সমর্থন থাকবে।”

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী সানজিদা আহমেদ তন্বী এবার ডাকসুর গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত বছরের ১৫ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলায় তিনি গুরুতর আহত হন। সেসময় তার রক্তাক্ত মুখের ছবি দেশব্যাপী আলোড়ন তোলে এবং তিনি আন্দোলনের অনুপ্রেরণায় পরিণত হন।

No comments:

Post a Comment

Post Bottom Ad

© 2025 Peoples Bangla | All Rights Reserved.
×