ঢাবির ১৮ হলে ২০৫ সদস্যের প্যানেল ঘোষণা ছাত্রদলের - People’s Bangla

People’s Bangla

Voice of the People | জনতার কণ্ঠস্বর

সর্বশেষ

Home Top Ad

Post Top Ad

Wednesday, August 20, 2025

ঢাবির ১৮ হলে ২০৫ সদস্যের প্যানেল ঘোষণা ছাত্রদলের

ঢাবির ১৮ হলে ২০৫ সদস্যের প্যানেল ঘোষণা ছাত্রদলের

ডাকসু ও হল সংসদ নির্বাচনে ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বুধবার (২০ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে ঢাবির ১৮টি হলে ২০৫ সদস্যের বিশাল প্যানেল প্রকাশ করা হয়।

হলভিত্তিক প্রার্থীরা

ছাত্রদলের ঘোষিত তালিকা অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল সংসদে সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহকারী সাধারণ সম্পাদকসহ সাহিত্য, সংস্কৃতি, পাঠকক্ষ, ক্রীড়া, সমাজসেবা সম্পাদক এবং সদস্য পদে প্রার্থী ঘোষণা করা হয়েছে।

কবি জসীমউদ্দীন হল, মাস্টারদা সূর্যসেন হল, বিজয় একাত্তর হল, হাজী মুহম্মদ মুহসীন হল, শেখ মুজিবুর রহমান হল, সলিমুল্লাহ মুসলিম হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, স্যার এ এফ রহমান হল, জগন্নাথ হল, ফজলুল হক মুসলিম হল, ড. মুহম্মদ শহীদুল্লাহ হল, অমর একুশে হল, শামসুন নাহার হল, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল, কবি সুফিয়া কামাল হল এবং রোকেয়া হল সংসদে আলাদা আলাদা প্যানেল ঘোষণা করা হয়েছে।

কেন্দ্রীয় নেতৃত্বে মনোনয়ন

এছাড়া ডাকসুর ভিপি (সহ-সভাপতি) পদে প্রার্থী হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী আবিদুল ইসলাম খান
জিএস (সাধারণ সম্পাদক) পদে মনোনয়ন পেয়েছেন কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক ও উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী তানভীর বারী হামিম
এছাড়া সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে মনোনয়ন পেয়েছেন তানভীর আল হাদি মায়েদ

ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়, ডাকসু নির্বাচন ছাত্রসমাজের দীর্ঘদিনের দাবি। গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে ছাত্রসমাজের অধিকার প্রতিষ্ঠায় তারা ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নিচ্ছেন।

No comments:

Post a Comment

Post Bottom Ad

© 2025 Peoples Bangla | All Rights Reserved.
×