দিনমজুরের ঘরে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ৬৭ হাজার টাকা! |
নবীগঞ্জে দিনমজুরের ঘরে ১.৬৭ লাখ টাকার ভুতুড়ে বিদ্যুৎ বিল!
হবিগঞ্জ: হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির অধীন নবীগঞ্জ উপজেলায় এক দিনমজুরের ঘরে আগস্ট মাসের বিদ্যুৎ বিল এসেছে ১ লাখ ৬৭ হাজার ৯৫ টাকা। ঘটনাটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় শুরু হয়েছে, আর চরম ভোগান্তির শিকার হয়েছেন ওই দিনমজুর।
ঘটনার শিকার উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট গ্রামের কাজী ছাওধন মিয়া। তিনি বলেন,
“আমার ঘরে একটি মাত্র বাতি ও একটি ফ্যানের বেশি কিছু ব্যবহার করি না। সাধারণত মাসে ২০০ থেকে ৩০০ টাকার মতো বিল আসে। কিন্তু এ মাসে বিল এসেছে ১ লাখ ৬৭ হাজার ৯৫ টাকা, যার মধ্যে বিলম্ব ফি ধরা হয়েছে ৭ হাজার ৫৯৫ টাকা। এতে দেখানো হয়েছে আমি নাকি ১০ হাজার ৮৫ মেগাওয়াট ইউনিট বিদ্যুৎ ব্যবহার করেছি! এই বিল দেখে আমি হতবাক হয়ে যাই। দুই দিন ধরে অফিসে যাতায়াত করছি, তারা বলছেন ঠিক করে দেবেন।”
এ বিষয়ে নবীগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের বিল প্রস্তুতকারী ক্ষমা সূত্রধর জানান,
“ইচ্ছে করে নয়, কম্পিউটারের ভুলের কারণে এমনটা হয়েছে।”
হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. আসাদুজ্জামান বলেন,
“গরমকালে বিদ্যুৎ ব্যবহার বাড়লেও কাজী ছাওধন মিয়ার বিল অতিরিক্ত বেশি হয়েছে কম্পিউটারজনিত ভুলের কারণে। বিল প্রস্তুতকারীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং তিনি ভুল স্বীকার করেছেন। ইতোমধ্যে গ্রাহকের বিল সংশোধন করে দেওয়া হয়েছে।”
No comments:
Post a Comment