বিয়ের পিঁড়িতে বসছেন রোনালদো ও জর্জিনা |
দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক অবশেষে বিবাহবন্ধনে রূপ নিতে যাচ্ছে ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো এবং আর্জেন্টাইন মডেল জর্জিনা রদ্রিগেজ-এর। ইতোমধ্যেই তারা বাগদান সম্পন্ন করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন জর্জিনা নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ইনস্টাগ্রামে পোস্ট করা এক ছবিতে দেখা যায়, হীরাখচিত আংটি পরা জর্জিনার বাঁ হাত রোনালদোর হাতের ওপর রাখা। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন— "আমি রাজি। শুধু এই জীবনে নয়, আমার প্রতিটি জন্মেই।"
এর মাধ্যমে পরিষ্কার হয়ে গেল, আল নাসরের পর্তুগিজ ফরোয়ার্ড প্রিয়তমাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। এর আগে রোনালদো নিজেও জানিয়েছিলেন, সঠিক সময়ে তারা বিয়ের আয়োজন করবেন। এবার বাগদান সেই প্রতিশ্রুতিকে বাস্তবতার আরও কাছে নিয়ে এল।
২০১৬ সালে স্পেনের একটি শোরুমে প্রথম দেখা হয় রোনালদো ও জর্জিনার। প্রথম দেখাতেই দুজনের মধ্যে জন্ম নেয় ভালোবাসা, যদিও শুরুতে তারা সম্পর্কটি গোপন রেখেছিলেন। সময়ের সাথে সেই সম্পর্ক প্রকাশ্যে আসে।
২০১৭ সালের নভেম্বরে রোনালদোর প্রথম সন্তানের মা হন জর্জিনা, আর ২০২২ সালে জন্ম নেয় তাদের দ্বিতীয় সন্তান। এছাড়া রোনালদোর আগের সন্তানদেরও স্নেহের সঙ্গে লালন-পালন করছেন জর্জিনা।
এখন ফুটবল মাঠের মতো ব্যক্তিগত জীবনেও গোল দিতে প্রস্তুত ইতিহাসের অন্যতম সেরা এই ফুটবলার। যদিও বিয়ের তারিখ এখনও প্রকাশ করা হয়নি, ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন সেই বিশেষ দিনের জন্য।
No comments:
Post a Comment