প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালো পুলিশের এএসআই |
চাটমোহরে এএসআই শাকিল ও প্রবাসীর স্ত্রী লাপাত্তা: চাঞ্চল্য সৃষ্টি
চাটমোহর থানার এএসআই শাকিল আহমেদ প্রবাসীর স্ত্রী মাসুরা খাতুনকে নিয়ে অজ্ঞাতস্থানে চলে যাওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনা ঘটেছে বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে।
প্রবাসীর স্ত্রী মাসুরা খাতুনের বাড়ি নোয়াখালীর চাটখিল উপজেলার রামচন্দ্রপুরে। তার প্রথম বিয়ে ছিল চাটখিলে, সেখানে একটি সন্তানও আছে। পরে বনিবনা না হওয়ায় ঢাকায় চলে আসেন। ঢাকায় তার সঙ্গে প্রবাসী শহীদের সম্পর্ক গড়ে ওঠে, পরে শহীদকে সৌদি আরবে নিয়ে যান তার বাবা।
অপরদিকে এএসআই শাকিল আহমেদের প্রথম স্ত্রী থেকে ছাড়াছাড়ির পর তিনি পুলিশের চাকরিতে থাকা আরেক নারী কনস্টেবলের সঙ্গে বিবাহিত হন এবং তাদের দুই সন্তান রয়েছে।
প্রায় ছয় মাস আগে চাটমোহর থানায় পোস্টিং পেলে থানার পেছনের চৌধুরীপাড়ায় মাসুরার সঙ্গে শাকিলের সখ্য গড়ে ওঠে। বৃহস্পতিবার সব বাধাবিপত্তি উপেক্ষা করে তারা লাপাত্তা হয়। উভয় পরিবারের খোঁজাখুঁজি সত্ত্বেও তাদের কোনো হদিস পাওয়া যায়নি।
সিনিয়র এএসপি (সার্কেল চাটমোহর) আরজুমা আক্তার বলেন, “আমরা ঘটনাটি জানতে পেরেছি। এএসআই শাকিলের বিরুদ্ধে তদন্ত শেষে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
শহীদের পরিবার মাসুরা ও শাকিলের শাস্তি দাবি করেছে। ঘটনায় চাটমোহর পৌরসদরসহ আশেপাশের এলাকায় দম বন্ধ করা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
No comments:
Post a Comment