গভর্নরের নির্দেশ অমান্য করেই অফিস করছেন বিএফআইইউ প্রধান - People’s Bangla

People’s Bangla

Voice of the People | জনতার কণ্ঠস্বর

সর্বশেষ

Home Top Ad

Post Top Ad

Wednesday, August 20, 2025

গভর্নরের নির্দেশ অমান্য করেই অফিস করছেন বিএফআইইউ প্রধান

গভর্নরের নির্দেশ অমান্য করেই অফিস করছেন বিএফআইইউ প্রধান

আপত্তিকর ভিডিও ভাইরালের ঘটনায় ছুটিতে বিএফআইইউ প্রধান শাহীনুল, তবুও অফিসে উপস্থিত

ঢাকা: সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এএফএম শাহীনুল ইসলামকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। গভর্নর ড. আহসান এইচ মনসুরের নির্দেশে তাকে সাময়িক ছুটিতে পাঠানো হলেও বুধবার তিনি অফিসে যোগ দেন। এতে কেন্দ্রীয় ব্যাংকের ভেতরে উত্তেজনা দেখা দিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানিয়েছেন, “তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিএফআইইউ প্রধান ছুটিতে থাকবেন। তদন্ত প্রতিবেদন হাতে আসার পর তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।”

এর আগে মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের একদল কর্মকর্তা গভর্নরের কাছে স্মারকলিপি জমা দিয়ে অবিলম্বে শাহীনুলকে ছুটিতে পাঠানোর দাবি জানান।

উল্লেখ্য, সোমবার রাতে শাহীনুল ইসলামের কয়েকটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। যদিও তিনি সেগুলোকে ভুয়া বলে দাবি করেছেন, প্রাথমিক তদন্তে বাংলাদেশ ব্যাংক ভিডিওগুলোর সত্যতা পেয়েছে বলে জানা গেছে।

No comments:

Post a Comment

Post Bottom Ad

© 2025 Peoples Bangla | All Rights Reserved.
×