এবার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো অভিনেতা সিদ্দিককে - People’s Bangla

People’s Bangla

Voice of the People | জনতার কণ্ঠস্বর

সর্বশেষ

Home Top Ad

Post Top Ad

Wednesday, August 20, 2025

এবার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো অভিনেতা সিদ্দিককে

এবার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো অভিনেতা সিদ্দিককে

জুলাই আন্দোলনের হত্যা মামলায় অভিনেতা সিদ্দিক গ্রেপ্তার দেখানো হলো

ঢাকা: জুলাই আন্দোলনের সময় রাজধানীর গুলশান থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত এ নির্দেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই সামিউল ইসলাম গত ১২ আগস্ট সিদ্দিককে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত শুনানির জন্য বুধবার দিন ধার্য করেন। সকালে আসামিকে হাজির করা হলে শুনানি শেষে বিচারক গুলশানে ফার্নিচার কর্মচারী পারভেজ বেপারী হত্যা মামলায় সিদ্দিককে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। বিষয়টি রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই গুলশানের সুবাস্তু টাওয়ারের সামনে বন্ধুদের সঙ্গে আন্দোলনে যোগ দেন পারভেজ বেপারী। জুমার নামাজের পর আন্দোলনকারীদের গুলিতে আহত হয়ে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এ ঘটনায় নিহতের বাবা মো. সবুজ ওই বছরের ২ জুলাই গুলশান থানায় মামলা দায়ের করেন।

এর আগে গত ২৯ এপ্রিল রাজধানীর বেইলি রোড এলাকা থেকে একদল যুবক সিদ্দিককে আটক করে। পরে তাকে মারধর করে রমনা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সেখান থেকে তাকে গুলশান থানায় পাঠানো হয়। পরে পুলিশ তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে। রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

No comments:

Post a Comment

Post Bottom Ad

© 2025 Peoples Bangla | All Rights Reserved.
×