‘বাংলাদেশের ইয়াজিদ’ হাসিনার বিচার বাংলার মাটিতেই হবে : সামান্তা শারমিন |
🗓️ নিজস্ব প্রতিবেদক | People’s Bangla
‘বাংলাদেশের ইয়াজিদ শেখ হাসিনার বিচার বাংলার মাটিতেই হবে’—এমন ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন।
রোববার (৩ আগস্ট) কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত 'নতুন বাংলাদেশের ইশতেহার' ঘোষণার সমাবেশে তিনি বলেন,
“আমাদের এই গণঅভ্যুত্থান জন্ম নিয়েছে শিক্ষা ব্যবস্থা ও চাকরির সংকটকে কেন্দ্র করে। শেখ হাসিনা দেশের শিক্ষা ও চাকরির কাঠামো ধ্বংস করে দিয়েছেন। তাই আজ এই মঞ্চ থেকে আমরা যুদ্ধের ডাক দিচ্ছি—এই যুদ্ধ সবার জন্য সর্বজনীন শিক্ষা নিশ্চিত করার যুদ্ধ।”
🔹 ‘হাসিনার বিচার বাংলার মাটিতেই হবে’
সামান্তা শারমিন স্পষ্ট ভাষায় বলেন,
“এই স্বৈরশাসক শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে জনগণের আদালতে দাঁড় করানো হবে। তার অপরাধের যুক্তিসম্মত ও ন্যায্য শাস্তি বাংলার মাটিতেই হবে।”
🔹 দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়কের হুঁশিয়ারি
সমাবেশে আরও বক্তব্য রাখেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন,
“কোনো হুমকি-ধমকিতে আমরা পিছিয়ে যাব না। জুলাই বিপ্লবের এক বছর পেরিয়ে গেছে, এখন কথা নয়—কাজের সময়। আমাদের আহ্বায়ক ও সদস্য সচিব দিকনির্দেশনা দেবেন, আমরা প্রয়োজনে জীবন দিয়ে তা বাস্তবায়ন করব।”
তিনি আরও বলেন,
“এনসিপি কর্মীদের ভয় দেখানো হচ্ছে, বাধা দেওয়া হচ্ছে। কিন্তু আজ এই মঞ্চ থেকে ঘোষণা দিচ্ছি, রূপসা থেকে পাথরিয়া—কোনো কর্মীর দিকে কেউ চোখ তুলে তাকালেও আমরা রাজনৈতিকভাবে তার জবাব দেব। আমরা জানি, এই লড়াই থামানোর চেষ্টা চলবে। কিন্তু আমাদের স্বপ্ন—একটি ন্যায়ভিত্তিক, মানবিক বাংলাদেশ। সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা লড়াই চালিয়ে যাব।”
No comments:
Post a Comment