শ্রদ্ধা জানিয়ে মুজিবকে নিয়ে সাকিবের পোস্ট - People’s Bangla

People’s Bangla

Voice of the People | জনতার কণ্ঠস্বর

সর্বশেষ

Home Top Ad

Post Top Ad

Friday, August 15, 2025

শ্রদ্ধা জানিয়ে মুজিবকে নিয়ে সাকিবের পোস্ট

শ্রদ্ধা জানিয়ে মুজিবকে নিয়ে সাকিবের পোস্ট
 সাকিব আল হাসানের বঙ্গবন্ধুকে শ্রদ্ধা নিবেদন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

শুক্রবার (১৫ আগস্ট) সকাল ১০টায় নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে লাল-কালো ফটো কার্ড পোস্ট করে তিনি এই শ্রদ্ধা জানান। পোস্টে বঙ্গবন্ধুকে ‘জাতির পিতা’ উল্লেখ করে ১৯৭৫ সালের ১৫ আগস্টে নিহত শেখ মুজিব ও পরিবারের অন্যান্য সদস্যদের শহীদ হিসেবে স্মরণ করেন সাকিব।

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে পলাতক সাকিব সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময়ে প্রকাশ্যে এলেও আওয়ামী লীগের রাজনৈতিক বিষয়ে মন্তব্য করা থেকে বিরত ছিলেন। বর্তমানে দেশের বাইরে থাকায় তিনি ক্রিকেটেও অংশ নিতে পারছেন না।

উল্লেখ্য, জাতীয় দলের খেলোয়াড় থাকা অবস্থায় ২০২৪ সালের একতরফা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাকিব আল হাসান। তবে ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনার পতনের পর থেকে তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা দায়ের হয়েছে।

No comments:

Post a Comment

Post Bottom Ad

© 2025 Peoples Bangla | All Rights Reserved.
×