ইশরাকের বিরুদ্ধে যে অভিযোগ আনলেন অপুর স্ত্রী |
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও এর নেতাদের দমন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে ফাঁদে ফেলা হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সাবেক যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুর স্ত্রী কাজী আনিশা।
বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে আনিশা বলেন, গত ৮ আগস্ট কাশিমপুর কারাগারে স্বামী অপুর সাথে সাক্ষাতের সময় তিনি এসব ষড়যন্ত্র ও চক্রান্তের কথা জানান।
অপুর বরাত দিয়ে তিনি বলেন,
"আমাকে দুটি মোটরসাইকেলে করে তুলে নিয়ে গিয়ে একটি বড় ভিডিও তৈরি করেছে। একটু একটু করে শিখিয়ে দিয়ে ভিডিও বানানো হয়েছে। যেকোনো সময় এই ভিডিও প্রকাশ করে দিতে পারে। যদি বের হয়, সত্যটা প্রকাশের চেষ্টা করবে।"
রিমান্ড চলাকালীন সময়ে উপদেষ্টা আসিফ মাহমুদ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের নাম বলানোর জন্য চাপ দেওয়া হয় বলে স্ত্রীকে জানিয়েছেন অপু। তবে তিনি ১৬৪ ধারার জবানবন্দিতে এসব নাম উল্লেখ করেননি।
আনিশার অভিযোগ, অপুকে ব্যবহার করে একটি রাজনৈতিক গোষ্ঠী নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে যে ভিডিও ও ছবি ভাইরাল হয়েছে, সেগুলো গোপীবাগে বিএনপি নেতা সাদেক হোসেন খোকার বাসায় ধারণ করা হয়েছে।
"সারা রাত সেখানেই অপুকে রেখে এই বক্তব্যগুলো রেকর্ড করা হয়," — দাবি আনিশার।
তিনি আরও জানান, ভিডিওটি তৈরি হয় ৩১ জুলাই ২০২৫ রাত সাড়ে ১১টার পর থেকে পরদিন সকাল ৭টা পর্যন্ত। এরপর বিএনপি নেতা ইশরাক ডিবিকে খবর দিয়ে অপুকে আটক করান।
সংবাদ সম্মেলনে আনিশা বলেন,
"আমি চাই না অপু প্রতিহিংসার রাজনীতিতে জড়িত থাকুক। আমি চাই সে সাধারণ জীবনে ফিরে আসুক। এখন আমি নিরাপত্তাহীনতায় আছি, খুব চিন্তিত।"
উল্লেখ্য, গুলশানে চাঁদাবাজির মামলায় অপুকে ৪ দিনের রিমান্ড শেষে বর্তমানে কাশিমপুর কারাগারে রাখা হয়েছে।
No comments:
Post a Comment