ক্রিকেটে দুর্নীতি হয়েছে, জানালো দুদকও |
বিসিবিতে দুর্নীতি উন্মোচন: তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেট লিগে অনিয়মের প্রমাণ পেয়েছে দুদক
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) দুর্নীতি ও অনিয়মের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। চলতি বছরের মে মাসে দুই দফায় অভিযান চালিয়ে বিসিবি থেকে নথি সংগ্রহের পর তদন্তে উঠে এসেছে তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেট লিগে নিয়ম ভঙ্গ ও স্বজনপ্রীতির ঘটনা।
দুদকের প্রতিবেদনে বলা হয়েছে—পছন্দের ক্লাবকে উত্তীর্ণ করা ও মনোনীত ব্যক্তিদের কাউন্সিলরশীপ দেওয়ার জন্য বিসিবির কিছু কর্মকর্তা-কর্মচারী অনিয়মের আশ্রয় নেন। এমনকি পূর্ণাঙ্গ কমিটি বা স্থায়ী ঠিকানা না থাকা সত্ত্বেও গত এক দশকে ১৮টি ক্লাব তৃতীয় বিভাগ বাছাই লিগে উত্তীর্ণ হয়। এর মধ্যে তিনটি ক্লাবের সভাপতি বা সাধারণ সম্পাদকের নামই পাওয়া যায়নি।
তদন্তে আরও উঠে এসেছে, এসব ক্লাবের মধ্যে অন্তত দুইটির সভাপতি ছিলেন বেক্সিমকোর ভাইস প্রেসিডেন্ট ও সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের ছেলে শায়ান এফ রহমান। আওয়ামী লীগ আমলে বিসিবির সভাপতি ছিলেন বেক্সিমকোর কর্মকর্তা নাজমুল হাসান পাপন, যার সময় বিসিবিতে বেক্সিমকোর প্রভাব ছিল ব্যাপক।
দুদক জানিয়েছে—কঠোর শর্ত জারি করা হলেও তা না মেনে ভোটার সংখ্যা বৃদ্ধির উদ্দেশ্যে অনিয়মের মাধ্যমে ক্লাব অনুমোদন দেওয়া হয়। এছাড়া একাধিক ক্লাবের স্থায়ী ঠিকানা হিসেবে কর্পোরেট অফিস, আবাসিক ভবন বা ব্যক্তিগত বাসার ঠিকানা ব্যবহার করা হয়েছে। কিছু ক্ষেত্রে একাধিক ক্লাবের স্থায়ী ঠিকানা একই।
প্রতিবেদনে বলা হয়েছে, এসব অনিয়মের বিষয়ে প্রকাশ্য অনুসন্ধানের সুপারিশ করা হয়েছে। পাশাপাশি দেখা গেছে, অভিযুক্ত অনেক ক্লাব এখন নাম ও কমিটির সদস্য পরিবর্তনের চেষ্টা করছে।
সূত্র: দুর্নীতি দমন কমিশনের তদন্ত প্রতিবেদন
No comments:
Post a Comment