গাজিপুরে চাঁদাবাজি নিয়ে লাইভের পর সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা |
গাজীপুরে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন নিহত
গাজীপুরে দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন (স্টাফ রিপোর্টার, দৈনিক প্রতিদিনের কাগজ)। বৃহস্পতিবার রাত পৌনে আটটার দিকে মহানগরীর চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে এই ঘটনা ঘটে।
তুহিনের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামে। তিনি স্ত্রী ও সন্তান নিয়ে চান্দনা চৌরাস্তা এলাকায় বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে ফুটপাত ও দোকানপাট থেকে চাঁদাবাজি নিয়ে ফেসবুক লাইভ করেছিলেন তুহিন। রাত আটটার দিকে নিজের ফেসবুক পেজে আরেকটি ভিডিও পোস্ট করেন, যেখানে গাজীপুর চৌরাস্তার এলোমেলো রাস্তা পারাপারের দৃশ্য তুলে ধরেন।
এর কিছুক্ষণের মধ্যেই মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে বসে থাকা অবস্থায় কয়েকজন দুর্বৃত্ত তাকে ঘিরে ফেলে। ধারালো অস্ত্র দিয়ে বর্বরোচিত হামলা চালিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বাসন থানার ওসি শাহীন খান জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। হত্যার কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।
No comments:
Post a Comment