নিয়োগ পাননি জামায়াত নেতার সুপারিশপ্রাপ্ত সেই চাকরিপ্রার্থী |
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও চূড়ান্ত নিয়োগ পাননি আজমীরা আরেফিন। জামায়াতের সাবেক এক এমপির সুপারিশপত্র তার আবেদন ফরমে পাওয়া যাওয়ায় বিষয়টি নিয়ে তুমুল আলোচনার সৃষ্টি হয়। এই আবেদনপত্রটি গত ৩ আগস্ট গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খানের ফেসবুক স্টোরিতে প্রকাশিত হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আজমীরা অনার্সে ৩.৮৬ সিজিপিএ পেয়ে বিভাগে দ্বিতীয় হন এবং লিখিত পরীক্ষায়ও উত্তীর্ণ হন। কিন্তু মৌখিক পরীক্ষায় পাস করতে ব্যর্থ হন। ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের নিয়োগ প্রক্রিয়ায় ১৬৩ জন আবেদনকারীর মধ্যে লিখিত পরীক্ষায় পাস করা ৩০ জন মৌখিক পরীক্ষায় অংশ নেন। চূড়ান্তভাবে ৮ জন নিয়োগ পেয়ে ১২ আগস্ট থেকে যোগদান করেছেন।
বিভাগের সভাপতি অধ্যাপক ড. এম আল বাকী বরকাতুল্লাহ বলেন, “এখানে প্রথম-দ্বিতীয় হওয়ার বিষয় নেই। বিভাগে ৭ম হলেও কেউ পাস করতে পারে। আজমীরা লিখিত পরীক্ষায় পাস করলেও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়নি।”
উপ-উপাচার্য প্রফেসর ফরিদ উদ্দীন খান জানান, তিনি কেন নিয়োগ পাননি, তা মৌখিক পরীক্ষার ফলাফলের ওপর নির্ভরশীল।
এই ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় অঙ্গনে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।
No comments:
Post a Comment